আরিয়ানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানের বর্তমান ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোড জেল। মাদককাণ্ডে অভিযুক্ত হয়ে আরিয়ান এখন কারাগারের এক সাধারণ বন্দী। তবে এখনকার খবর অনুযায়ী, জেলে আরিয়ানের সুরক্ষাব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।
জেল কর্তৃপক্ষ আরিয়ানকে এক বিশেষ ব্যারাকে রেখেছে বলে খবর। জেলের নিরাপত্তাকর্মীরা শাহরুখপুত্রের ওপর বিশেষ নজর রাখছেন। শোনা যাচ্ছে, কারাগারে আরিয়ান এই মামলার অন্য অভিযুক্তদের সঙ্গে দেখাসাক্ষাৎ বা কথাবার্তা একদমই বলছেন না।
জেলের পরিবেশ আর খাওয়াদাওয়ার সঙ্গে মানাতে ভীষণ কষ্ট হচ্ছে এই তারকাপুত্রের। বিশেষ করে জেলের অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে তাঁর থাকতে কষ্ট হচ্ছে বলে জানা গেছে। আর তাই জেল কর্তৃপক্ষ আরিয়ানের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন।
আগেই খবরে উঠে এসেছিল, ১১ অক্টোবর আরিয়ানকে তাঁর বাবা শাহরুখ খান ৪ হাজার ৫০০ রুপি মানি অর্ডার করেছিলেন। জেল সুপারিন্টেন্ডেন্ট নীতিন বায়চাল এ খবর নিশ্চিত করেছিলেন।
আরিয়ান এ অর্থ জেলের ক্যানটিনে খরচ করতে পারবেন। জেলের নিয়ম অনুযায়ী, একজন বন্দী এক মাসে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ রুপি মানি অর্ডার পেতে পারেন। জেলের ক্যানটিন থেকে আরিয়ান বড়া পাও, সমুচা, বিস্কুট, জুস, বিশুদ্ধ পানিসহ অন্য যা যা খাবার পাওয়া যায়, তা কিনে খেতে পারবেন।
২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও কয়েকজনকে আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। আদালত আরিয়ানসহ বাকি অভিযুক্ত ব্যক্তিদের ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।