default-image

মঙ্গলবার বলিউডের প্রযোজক করণ জোহর ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। সেখানে তিনি তাঁর ‘গড চাইল্ড’ আলিয়া ভাট সম্পর্কে নানা কথা বলেন। বলেন, লকডাউনে আলিয়া একজন ‘বিশেষ হেয়ার স্টাইলিস্ট’ পেয়েছেন। আর তিনি আর কেউ নন, প্রেমিক রণবীর কাপুর। করণ আরও বলেন, আলিয়া তাঁর সুখের সন্ধান পেয়েছে। আর ওর হৃদয় যেখানে চেয়েছে, সেখানেই আছে।


অবশ্য চুলগুলো যে প্রেমিক রণবীরই কেটেছেন, সেই আভাস দিয়েছিলেন আলিয়া। ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘লকডাউনের ৬০ দিন পূর্ণ হলো আজ। আমি এখন আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ফিট, আরও ভালো স্কিপিং আর পুশ আপ পারি। দৌড়ানোকে জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছি। খাচ্ছি, আর নতুন চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি। আমার বহুমুখী প্রতিভার অধিকারী ভালোবাসার মানুষকে ধন্যবাদ। আমার যখন চুল কাটার দরকার পড়েছে, ঠিকই নাপিত বনে গেছে সে!’

default-image

আগেই জানা ছিল, লকডাউনে এই জুটি একসঙ্গেই ছিলেন। রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া পুত্রবধূর মতোই শোকগ্রস্ত পরিবারের পাশে ছিলেন। আবার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে এই দুজন আবারও থাকছেন একসঙ্গে। আলিয়া জানিয়েছেন, লকডাউনে তিনি মানুষ হিসেবে আরও উন্নত হয়েছেন। আর সে জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করেছেন। ২০১২ সালে করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আলিয়ার। আর এবার তাঁকে দেখা যাবে করণ জোহর পরিচালিত বড় আয়োজনের ঐতিহাসিক ছবি, ‘তখত’ এ। মোগল আমলের নানা ঘটনা নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করবেন ভিকি কৌশল, রণবীর সিং, কারিনা কাপুর, জাহ্নবী কাপুর, ভূমি পেড়নেকার, অনিল কাপুরসহ আরও অনেকে।


করণ জোহর এর আগে রাজীব মাসান্দের শোতে বলেছিলেন, তিনি আলিয়ার মেধাকে তাঁর ছবিতে ব্যবহার করতে পারেননি। তা বলেছিলেন, ‘আলিয়ার প্রথম ছবি “স্টুডেন্ট অব দ্য ইয়ার” হলেও সত্যিকার অর্থে “অভিনেত্রী” আলিয়ার প্রথম ছবি ইমতিয়াজ আলীর “হাইওয়ে”। যেভাবে ইমতিয়াজ আলিয়ার ক্ষমতা বুঝে ওর মেধাকে ব্যবহার করেছেন, সে জন্য একটা বড় ধন্যবাদ ওনার প্রাপ্য। আমি তা পারিনি। তবে আমি এটুকু বলব, আমি জানতাম আলিয়া পারবে। ওর ভেতর কিছু একটা আছে। কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে সেই কিছু একটাকে আমি পর্দায় তুলে আনতে পারিনি।’
করণ ভিডিও চ্যাটে আরও বলেছেন যে তিনি আশা করছেন, ‘তখত’ ছবিতে তিনি আলিয়াকে নিয়ে নিজের সেই আক্ষেপ ঘোচাবেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0