আলিয়ার বিয়েতে তারকারমেলা: দেখুন কে কেমন সাজল

সব জল্পনা–কল্পনা, প্রতীক্ষার আজ অবসান হতে চলেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট আর রণবীর কাপুর আজ বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। নানা সাজে উৎসব রূপ পেয়েছে মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্ট। ফুল ও আলোয় ঝলমলিয়ে উঠেছে এই আবাসন। বাস্তু আবাসনের এক বহুতলে বাস করেন আলিয়া আর রণবীর। ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনদের ঘেরাটোপেই বিয়ে হচ্ছে। গতকাল হয়েছে মেহেদিসন্ধ্যা। একে একে দুই পরিবারের সদস্যরা এসে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিলছে কিছু ছবিও। চলুন দেখে নেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত কিছু ছবি।

১ / ১১
ফেসবুকে পাওয়া গেছে রণবীরের মা নিতু কাপুরের এ ছবি। বৃহস্পতিবার এমনই সেজেছেন তিনি। একমাত্র ছেলের বিয়ে বলে কথা।
২ / ১১
বুধবার রূপালি রঙের শাড়ীতে এসেছিলেন কারিনা কাপুর। আজ সাইফ আলী খান ও কারিনাকে পালি হিলস এর বাস্তুতে দেখা গেল এই পোশাকে।
৩ / ১১
একমাত্র ভাইয়ের বিয়ে। তাই দিদি ঋদ্ধিমাও আনন্দে মেতেছেন। বৃহস্পতিবার এই ছবি শেয়ার করেছেন তিনি।
৪ / ১১
আলিয়ার মা সোনি রাজদান এই সাজে ছবি শেয়ার করেছেন নিজেই।
৫ / ১১
বিয়ের ভেন্যুতে উপস্থিত মহেশ ভাট ও পূজা ভাট।
৬ / ১১
পারিবারিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বিয়েতে এসেছেন রণধীর কাপুর।
৭ / ১১
কাপুর পরিবারের আত্মীয় আকাঙ্ক্ষা রঞ্জনও এসে পৌঁছেছেন বিয়েতে।
৮ / ১১
বুধবার এসেছিলেন অয়ন মুখোপাধ্যায়
৯ / ১১
বিয়ের আসরে করণ জোহর।
১০ / ১১
.বিয়ের আসরে যাচ্ছেন কারিশমা কাপুর।
১১ / ১১
শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবী