ইয়ামি কি সুখবর দেবেন?

ইয়ামি গৌতম
ইনস্টাগ্রাম

বিয়ের পর বেশ বদলে গেছে ইয়ামির জীবন। নতুন সংসার সাজানোর পাশাপাশি বেড়ে গেছে পর্দার কাজও। কিছুদিন আগে শোনা গেল, ইয়ামি গৌতম হচ্ছেন অক্ষয় কুমারের ‘ওহ মাই গড’–এর সিকুয়েলের নায়িকা। এবার শোনা গেল, সালমানের সঙ্গে জুটি বাঁধবেন এ অভিনেত্রী।

পর্দায় সালমান খানের নায়িকা হওয়ার স্বপ্ন কমবেশি অনেক তরুণ অভিনেত্রী দেখেন। অনেক নবাগতকে সালমান তাঁর নায়িকা হওয়ার সুযোগ দিয়ে এসেছেন। সোনাক্ষী, সাই মাঞ্জরেকর, জারিন খানসহ অনেক নায়িকার ভাইজানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে। এদিকে ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেক প্রতিষ্ঠিত নায়িকা সালমানের নায়িকা হয়ে পর্দায় এসেছেন। এবার এ তালিকায় যুক্ত হচ্ছেন ইয়ামি গৌতম।

ইয়ামি গৌতম
ইনস্টাগ্রাম

গত মাসে পরিচালক আদিত্য ধর আর ইয়ামির বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতাটা তাঁরা অনেকটা গোপনে, ঘরোয়া আয়োজনেই সেরেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেছিলেন ইয়ামি। তবে বিয়ের পর ঘরে বসে নেই এই বলিউড অভিনেত্রী। পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই একের পর এক বড় প্রকল্পের সঙ্গে তাঁর নাম উঠে আসছে।

ইয়ামি গৌতম ও আদিত্য ধর
ইনস্টাগ্রাম

শোনা যাচ্ছে, সালমান খানের আগামী স্পাই থ্রিলারধর্মী ছবির নায়িকার ভূমিকায় থাকছেন ইয়ামি। ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবনের ওপর এক সিনেমা নির্মাণ করতে চলেছেন খ্যাতনামা পরিচালক রাজকুমার গুপ্তা।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমান খান

এর আগে তিনি ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘ঘনচক্কর’, ‘রেড’, ‘আমির’–এর মতো ছবি পরিচালনা করেছেন। রবীন্দ্র কৌশিকের পরিচয় ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে। এখন পর্যন্ত তাঁকে ভারতের সেরা গুপ্তচর বলা হয়। রাজকুমার গুপ্তা দীর্ঘদিন ধরে রবীন্দ্র কৌশিকের জীবনের ওপর গবেষণা করছেন। পাঁচ বছরের গবেষণার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ‘ব্ল্যাক টাইগার’কে এবার পর্দায় নিয়ে আসবেন।

ইয়ামি গৌতম
ইনস্টাগ্রাম

ইয়ামিকে ‘ওহ মাই গড’–এর সিকুয়েল ছাড়া আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে। ‘ভূত পুলিশ’, ‘দশবি’ আর ‘আ থার্সডে’ ছবিতে অভিনয় করছেন তিনি। অন্যদিকে সালমান শিগগিরই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন। ২৩ জুলাই এই ছবির শুটিং দ্বিতীয়বার শুরু করবেন ক্যাটরিনাও। এমরান হাশমিকে এই ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে।

ইয়ামি গৌতম
ইনস্টাগ্রাম