default-image

নানাবতী হাসপাতালে অমিতাভ বচ্চন চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জুলাই বিগ বি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পিছু পিছু ছেলে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ হয়ে একই হাসপাতালে ভর্তি হন। প্রতিবছর নিয়ম করে অমিতাভ ঈদের শুভেচ্ছা জানান। এ বছরও নানাবতী হাসপাতালের বেড থেকে সবাইকে ‘ঈদুল আজহা’র শুভেচ্ছা বার্তা দিলেন বলিউডের শাহেনশা।

default-image

লকডাউনের কারণে সতর্কতার সঙ্গে ঈদ উদযাপন করা হচ্ছে দেশজুড়ে। এই বিশেষ দিনটির শুভেচ্ছা বার্তা বলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পৌঁছে দিলেন। অমিতাভ ছাড়া সালমান খান, উর্মিলা মাতণ্ডকর, অনুপম খেরসহ আরও অনেক বিটাউন অভিনেতা তাঁদের ভক্তদের উদ্দেশে ঈদ মোবারক জানিয়েছেন।

default-image

অমিতাভ বচ্চন একটি ছবির মাধ্যমে ঈদের শুভকামনা জানিয়েছেন। তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দারুণ পছন্দ করছেন। অনুপম খের তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপনাদের সবাইকে “ঈদ-উল-আজহা”-র অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি আপনাদের জীবনে অনেক খুশি, সুস্বাস্থ্য নিয়ে আসুক।’ তিনিও এই পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। কোরিওগ্রাফার ফারহা খান তাঁর তিন সন্তানের ছবি পোস্ট করেছেন। আর এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘কী মনে হচ্ছে আপনাদের, এ বছর ঈদি নয়? আর ঈদের মধ্যাহ্নভোজনও নয়। ২০২০ সালের জন্য। যা-ই হোক ঈদ মোবারক।’

default-image

এদিকে বলিউডের সুলতান সালমান খান নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তাঁর ছবিটি দ্রুত ভাইরাল হচ্ছে। দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু ঈদের শুভেচ্ছা বার্তাসহ টুইট করে বলেছেন, ‘আসুন এই মুশকিল সময়ে সবাই একজোট হয়ে নতুন দিনের সূচনা করি।’ বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর টুইটারে লিখেছেন, ‘সবাইকে ঈদ-উল-আজহা মোবারক৷’ বলিউডের দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে বকরি ঈদের শুভ কামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন