default-image

উর্বশী রৌতেলা মানেই একরাশ উষ্ণতা। অনলাইন দুনিয়ায় তাঁর আবেদনময়ী ছবি সব সময় ঝড় তোলে। তবে সম্প্রতি উর্বশীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধতা ছড়ায়। এই ভিডিওতে একদমই ভিন্ন চেহারায় দেখা গেল তাঁকে। মাথায় সিঁথিতে সিঁদুর। এক সাধারণ গৃহবধূ হিসেবে ধরা দিলেন এই বলিউড নায়িকা। তারপর থেকেই নেট দুনিয়ায় নানা গুঞ্জন। উর্বশী সত্যিই কি বিয়েটা সেরে ফেললেন?

বিজ্ঞাপন


উর্বশী এ মুহূর্তে ব্যস্ত তাঁর পরবর্তী প্রকল্প নিয়ে। তাঁকে একটি বায়োপিক সিরিজে দেখা যাবে। এই বলিউড তারকা মনে করেন বায়োপিকে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। উর্বশী ‘ইন্সপেক্টর অবিনাশ’ বায়োপিকে রণদীপ হুদার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। আর সে জন্যই এই নতুন বেশে দেখা গেছে তাঁকে। বায়োপিক প্রসঙ্গে উর্বশী বলেন, ‘পর্দায় একটি বাস্তব চরিত্রে আমি অভিনয় করছি। প্রতাপশালী পুলিশ কর্মকর্তা অবিনাশ মিশ্রর স্ত্রী পুনম মিশ্রর চরিত্রে আমি অভিনয় করছি। বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করা সত্যি অনেক কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ। পর্দায় পুনম হয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করেছি।’

default-image

তিনি আরও বলেন, ‘আমি সত্যি গর্বিত যে পর্দায় তাঁর চরিত্রে আসতে যাচ্ছি। তিনি আমার চোখে সাহস আর শক্তির প্রতীক। অবিনাশ মিশ্রর জীবনে তিনি সবচেয়ে বড় প্রেরণা ছিলেন। আমি অবিনাশ মিশ্র এবং তাঁর পরিবারের সঙ্গে দেখে করেছি। পুনমজির সঙ্গে সময় কাটিয়েছি। তাঁর শারীরিক ভাষা ও ব্যক্তিত্ব খুব কাছ থেকে লক্ষ করেছি।’

সম্প্রতি এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে। আর তা নিয়ে উর্বশী আর রণদীপ সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন। ‘ইন্সপেক্টর অবিনাশ’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে রণদীপের। উর্বশী সম্প্রতি একটি দক্ষিণি ছবির কাজ শেষ করেছেন। তাঁকে দেখা গেছে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘ভার্জিন ভানুপ্রিয়া’ ছবিতে।

বিজ্ঞাপন
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন