এক ছবিতেই বাজিমাত
জনপ্রিয়তায় বলিউড তারকাদের সন্তানেরা তাদের মা–বাবার চেয়ে কোনো অংশে কম যায় না। সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুরের কথাই ধরুন না কেন, মাঝেমধ্যে তার জনপ্রিয়তার কাছে সাইফিনাও হার মেনে যান! তবে শুরু থেকেই এসব কোলাহল থেকে সন্তানকে দূরে রেখেছেন আনুশকা শর্মা। মা–বাবা হওয়ার পর এক বিবৃতিতে বিরুশকা জানিয়েছিলেন, পাপারাজ্জির ক্যামেরা যেন তাঁদের সন্তানের পিছু না ছোটে। সবার কাছে সন্তানের গোপনীয়তা রক্ষার বিনীত আহ্বান জানান তাঁরা। এমনকি তাঁদের কন্যা ভামিকার পূর্ণাঙ্গ মুখটা দেখতে ঠিক কেমন, এখন পর্যন্ত জানে না আমজনতা।
ভামিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপনের ব্যাপারেও ভীষণ সতর্ক বিরাটবধূ। এই মাধ্যমের নেতিবাচক প্রভাব যাতে কন্যার ওপর না পড়ে, সেদিকেও তাঁর কড়া খেয়াল। এত সব নিয়ম মেনেই এই পূজার উৎসবে ভামিকার ভীষণ আদুরে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন আনুশকা। ছবিটি পোস্ট করে আনুশকা লিখেছেন, 'প্রতিদিন তুমি আমাকে সাহসী করে তোলো। করে তোলো নির্ভীক। আমার প্রিয় ভামিকা, তোমার মধ্যে সব সময় দেবীর শক্তি খুঁজে পাই। শুভ অষ্টমী।'
মুহূর্তে সবার মন জয় করেছে এই ছবি। শুধু কি তা–ই, মা ও মেয়ের এই ছবি পছন্দ করেছেন বলিউড তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, জেনেলিয়া ডিসুজা, বাণী কাপুর, সুনীল শেঠি, আথিয়া শেঠি, মৌনী রায় ও সাবা আলী খান ইমোজি দিয়েছেন। আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ লিখেছেন, 'খুবই মূল্যবান।'
আনুশকা শর্মাকে শেষবার দেখা গেছে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এখনো নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করেননি এই অভিনেত্রী।