default-image

কমল হাসান মার্কিন মুলুক থেকে ফেরার পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর তাঁর অনুরাগীদের জানিয়েছিলেন। এই প্রবাদপ্রতিম অভিনেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি কমল হাসানের মেয়ে শ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন যে তাঁর বাবা সুস্থতার পথে। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এই দক্ষিণি তারকাকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খবরাখবর নিয়েছিলেন।

default-image

‘কায় পো ছে’ ছবিতে প্রথম নজর কাড়েন অমিত সাধ। এই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এ বছর ‘জিত কি জিদ’ ওয়েব সিরিজে অমিত সাধকে দেখা যাবে। ২০ অক্টোবর তিনি ‘ব্রিদ’-এর পরবর্তী সিজনের কথা ঘোষণা করেছেন। এই সিজনেও অভিষেক বচ্চনকে মূল চরিত্রে দেখা যাবে।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন