এবার শাহরুখের ম্যানেজারকে সমন
মাদক-কাণ্ড মামলার তদন্তের স্বার্থে শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দদলানিকে সমন পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। কিন্তু পূজা হাজির থাকতে পারেননি।
এনসিবির সাক্ষী প্রভাকর সাইল তাঁর হলফনামায় পূজার নাম উল্লেখ করেছিলেন। পূজার বিরুদ্ধে অভিযোগ যে আরিয়ানকে বাঁচানোর জন্য তিনি আর্থিক প্রস্তাব দিয়েছিলেন। আর এ অভিযোগের ভিত্তিতে পূজাকে সমন পাঠিয়েছিল এসআইটি। কিন্তু পূজা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও সময় চেয়েছেন।
মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে কিছু তথ্য পেয়েছে। পুলিশ জানিয়েছে যে সিসিটিভির ফুটেজে তারা পূজার গাড়ি দেখেছে। কিন্তু তারা নিশ্চিত নয় যে ফুটেজে যে মহিলাকে দেখা গেছে, তিনি পূজা কি না। খবর অনুযায়ী, এনসিবির সাক্ষী কিরণ গোসাভি পূজাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি অর্থের বিনিময়ে আরিয়ানের গ্রেপ্তারি আটকানোর চেষ্টা করবেন।
প্রভাকর সাইল ফাঁস করেছিলেন যে পূজা দদলানি আর কিরণ গোসাভি লোয়ার পারেলে স্যাম ডিসুজার সঙ্গে দেখা করেছিলেন। সাইলের এই দাবির পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পূজার নীল রঙের মার্সিডিজ গাড়ি আর গোসাভি এবং ডিসুজার ইনোভা এসইউভি গাড়ি দেখতে পেয়েছে।
এ মামলায় পূজার বয়ান রেকর্ড করবে পুলিশ।