কারিনার বাসা সিল, পাওয়া গেল আরও দুজনকে

কারিনা কাপুর খান
ছবি: ইনস্টাগ্রাম

আবারও শুরু হয়েছে করোনার তাণ্ডব। গতকাল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার এল অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর ও সালমান খানের ভাই সোহেলের স্ত্রী সীমা খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর। ভারতের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টাল জানিয়েছে, মাহীপ কাপুরের করোনার উপসর্গ দেখা দিয়েছে।

এই হচ্ছে পার্টির ছবি

সঞ্জয় কাপুরের স্ত্রীর হালকা সর্দি–কাশি ও জ্বর। মাহীপ রয়েছেন আইসোলেশনে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষার অনুরোধ করেছেন মাহীপ। সংবাদ সংস্থা এএনআই টুইটে জানাচ্ছে, বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কারিনার বাসা সিল করে দিয়েছে। আর সেদিনের পার্টি নিয়ে এই বলিউড অভিনেত্রী যথাযথ কোনো তথ্য দিচ্ছেন না। তবে তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন, সেটাই খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএমসি কর্মকর্তারা।

গতকাল সোমবার কারিনা ও অমৃতার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এর কিছু সময় পর কারিনা ইনস্টাগ্রামে তাঁর সংক্রমিত হওয়ার কথা পোস্ট করে জানিয়েছেন। এই বলিউড অভিনেত্রী সেখানে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। সেটা জানার সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেট করেছি। স্বাস্থ্য–সম্পর্কিত সব ধরনের নিয়মবিধি মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ করছি, অনুগ্রহ করে তাঁরা যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন। আমার পরিবার ও কর্মচারীরা করোনার দুটো টিকা নিয়েছেন। তাঁদের আপাতত করোনার কোনো উপসর্গ দেখছি না। তবে আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি আর শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’

স্যানেটারিকর্মী কারিনার বাড়ির মূল গেটে ছেড়াচ্ছেন ভাইরাসনাশক
ছবি: সংগৃহীত

কারিনা ও অমৃতা কিছুদিন আগে রিয়া কাপুর আর করণ জোহরের পার্টিতে গিয়েছিলেন। রিয়া কাপুরের প্রি-ক্রিসমাস পার্টিতে আরও উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, মাসাবা গুপ্তসহ আরও অনেকে। এদিকে করণ জোহরের পার্টিতে গিয়েছিলেন অর্জুন কাপুর ও আলিয়া ভাট। মাহীপ কাপুর, সীমা খানের পর এখন এই পার্টিতে উপস্থিত অন্য তারকাদের করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।