এমনকি এ–ও গুঞ্জন শোনা গিয়েছিল যে এই প্যান ইন্ডিয়া পরিচালককে আলিয়া ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। আজ এই বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন।
আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে জানিয়েছেন যে তিনি মোটেও ‘আরআরআর’ ছবির নির্মাতাদের ওপর রাগ করেননি। এই সব কিছুই গুজব বলে তিনি জানিয়েছেন। আলিয়া তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘আজ হঠাৎ শুনতে পেলাম যে “আরআরআর”-এর পোস্ট ইনস্টাগ্রাম থেকে ডিলিট করার কারণ নাকি আমার রাগ।
আমি প্রত্যেককে অনুরোধ করছি যে ইনস্টাগ্রামের ভিত্তিতে কেউ যেন মনগড়া ধারণার জন্ম না দেয়। আমি সব সময় আমার প্রোফাইল গ্রিডে পুরোনো ভিডিও পোস্ট পদ্ধতিগতভাবে করি। কারণ, আমি সবকিছু গোছানো দেখতে পছন্দ করি।’
‘আরআরআর’ ছবির প্রসঙ্গ টেনে তিনি এই পোস্টে বলেছেন, ‘“আরআরআর”-এর দুনিয়ার বাসিন্দা হতে পেরে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। সীতার চরিত্রটি আমি খুবই উপভোগ করেছি। রাজামৌলি স্যারের পরিচালনায় কাজ করে আমি বেশ আনন্দিত। এনটিআর আর চরণের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত ছিল দুর্দান্ত।’
আলিয়া আরও বলেছেন, ‘এই খবরের সত্যতা তুলে ধরার একটাই কারণ যে এই সুন্দর ছবিটিকে জীবন্ত করে তোলার পেছনে আছে রাজামৌলি স্যার আর তাঁর দলের দীর্ঘ পরিশ্রম আর অফুরান প্রাণশক্তি। আমি চাই না যে এই ছবিকে ঘিরে কোনো গুজব ছড়াক।’
আলিয়া এর আগেও তাঁর অন্যান্য ছবির পোস্ট ইনস্টাগ্রামের খাতা থেকে মুছে ফেলেছেন। কিন্তু ‘আরআরআর’ ছবির ক্ষেত্রে এমন করলে যত বিপত্তি বাধল। নিন্দুকদের মন্তব্য যে এই প্যান ইন্ডিয়া ছবিতে আলিয়াকে মাত্র কয়েকটি দৃশ্যে দেখা গেছে। আর পর্দাতে তাঁর উপস্থিতি ২০ মিনিটের কম সময়ের জন্য ছিল। তাই নাকি রাজামৌলির ওপর চটেছিলেন আলিয়া ভাট।
এদিকে রাজামৌলিকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার যে গুঞ্জন আলিয়ার নামে উঠেছিল, তার সত্যতাও জানা গেছে। এই বলিউড নায়িকা কখনোই রাজামৌলিকে ‘ফলো’ করেননি। তাই ‘আনফলো’ করার প্রশ্নই ওঠে না। তবে আজকের পোস্টের মাধ্যমে সব ফিসফাস বন্ধ করে দিয়েছেন আলিয়া।