গৌরী নন, তিনি শাহরুখের ব্যবস্থাপক পূজা

১ / ৬
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একজন নারী। অনেকেই ধারণা করেছিলেন, তিনি শাহরুখের স্ত্রী গৌরী খান। কিন্তু পরে সবার ভুল ভেঙেছে। তিনি ছিলেন শাহরুখের ব্যবস্থাপক পূজা দাদলানি
ছবি: টুইটার থেকে
২ / ৬
২০১২ সাল থেকে শাহরুখের সঙ্গে কাজ করছেন পূজা দাদলানি। পূজা শাহরুখের সিনেমা, ব্র্যান্ড অনুমোদন এবং আইপিএল দল কেকেআর পরিচালনা করেন। পূজা দাদলানি ছিলেন শাহরুখ খানের ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর অন্যতম প্রযোজক। তিনি খান পরিবারের খুব কাছের এবং অনেক বিশেষ অনুষ্ঠানে শাহরুখ-গৌরীর সঙ্গে ছবি শেয়ার করে থাকেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
পূজা শাহরুখ খানের ব্যবস্থাপক হিসেবে কাজ করলেও বাস্তবে তিনি শাহরুখের পরিবারের সদস্যের মতো। ছবিটি বলে দিচ্ছে সে কথা। দীপাবলিতে এক হয়েছিলেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
২০২১ সালে মাদককাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ান গ্রেপ্তারের সময় হঠাৎ আলোচনায় আসেন পূজা। আরিয়ানের জামিনের শুনানির সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। ২০১৯ সালে আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করে পূজা লিখেছিলেন, সে বাবার মেধা আর মায়ের ঔজ্জ্বল্য পেয়েছে, সঙ্গে রয়েছে তার নিজস্ব রসবোধ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
২০০৮ সালে পূজা বিয়ে করেন গয়না ব্যবসায়ী হিতেশ গুরনানিকে। তাঁদের সন্তানের নাম রায়না দাদলানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
মুম্বাইতে বেড়ে ওঠা পূজার বয়স ৩৮ বছর। তিনি গণযোগাযোগ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। ২০২১ সালের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৫ কোটি রুপি
ছবি: ইনস্টাগ্রাম থেকে