পড়ন্ত বিকেলে তিনি নীল রঙের পাঠানি পরে ভক্তদের সামনে এসেছিলেন। তাঁকে দেখে ভক্তরা উন্মাদনায় ভেসে যান। উত্তাল জনতাকে সামাল দিতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়। তবে এতে মোটেও ক্ষিপ্ত হননি ভক্তরা। বরং হাসিমুখে আবার জড়ো হয়ে সালমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রতিবছর সালমানের বাসায় ঈদে পার্টির আয়োজন করা হয়। তবে এবার সালমান তার ফ্ল্যাটে কোনো আয়োজন রাখছেন না। তিনি এবারের ঈদের পার্টির দায়িত্ব দিয়েছেন তাঁর বোন অর্পিতা আর আয়ুশ শর্মাকে। তাই ঈদের রাতে অর্পিতা আর আয়ুশ তাঁদের নতুন অ্যাপার্টমেন্টে বিশেষ আয়োজন করেছেন। এই পার্টিতে খান পরিবারের সদস্য ছাড়া বিটাউনের অনেককে দেখা গেছে।

এবারের ঈদে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। তবে এ বছরের শেষে তাঁর বহু অপেক্ষিত ‘টাইগার থ্রি’ ছবিটি মুক্তি পাবে। সালমান তাঁর জন্মদিন উপলক্ষে ভক্তদের এ উপহার দেবেন। এ বছর ২৭ ডিসেম্বর সালমান ৫৭–এ পা দেবেন। এ ছাড়া ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে আসতে চলেছেন এই বলিউড তারকা। শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে সালমানকে ক্যামিও হিসেবে দেখা যাবে।