ঘুষ দিয়ে বলিউডে সুযোগ!
২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে রণবীর সিংয়ের যাত্রা শুরু। প্রথম ছবিতেই বাজিমাত করেন নবাগত নায়ক। বিশেষ করে ক্যামেরার সামনে তাঁর সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন লাখ লাখ দর্শক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
কিন্তু এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পেতে অডিশনের পাশাপাশি নাকি মোটা টাকা ঘুষ দিতে হয়েছিল রণবীরের বাবাকে। প্রায় ২০ কোটি টাকার বিনিময়ে সুযোগটা পেয়েছিলেন রণবীর! টুইটারে ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমার সমালোচনা করতে গিয়ে অভিনব এ তথ্য দিয়েছেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খান।
সেখানে তিনি দাবি করেন, গুণ দেখে রণবীরকে সিনেমায় সুযোগ দেননি আদিত্য চোপড়া। নিজের প্রতিভায় নয়, প্রথম সিনেমায় ঘুষ দিয়েই সুযোগ পেয়েছিলেন তিনি, দাবি করেছেন কমল আর খান। ২০ কোটি টাকার বিনিময়ে মূল চরিত্রটা বাগিয়েছিলেন তিনি।
এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল আর খান। বলিউড তারকা সালমানের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন এই স্বঘোষিত চিত্রসমালোচক। কিছুদিন আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে তোপ দাগতে ছাড়েননি কমল। এরপরই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন সালমান। টুইট করে কমল জানিয়েছিলেন, আর কখনো সালমানের ছবি নিয়ে কোনো ভিডিও করবেন না তিনি।
আমির খান-কিরণ রাওয়ের বিচ্ছেদের পরও ইউটিউবে ভিডিও বার্তায় বাজে মন্তব্য করেন কমল। যেখানে তাঁর বক্তব্য, ‘আপনি তো সত্য কথা বলেন বলেই জানি। তাহলে বিচ্ছেদের বিবৃতিতে মিথ্যা বললেন কেন? আপনি তো বলতেই পারতেন, ওই চশমাওয়ালা মুখ আর দেখতে ইচ্ছা করছে না।’ আমির অবশ্য কোনো জবাব দেননি।
রণবীর সিংও কমলের মন্তব্যের পর পাল্টা কোনো জবাব দেননি। আপাতত তিনি ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’র শুটিংয়ে ব্যস্ত। ‘গালি বয়’-এর পর এই ছবিতে আবার আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে তাঁকে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজ ও পূজা হেগড়ের সঙ্গে। মুক্তির অপেক্ষায় রণবীরের বড় একটি ছবি। বড়দিনে মুক্তি পাবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ঘটনা নিয়ে নির্মিত ‘৮৩’। কিছুদিন আগেই ছবিটির টিজার শেয়ার করেছিলেন রণবীর। আজ মঙ্গলবার রণবীরের টুইটার ওয়ালে দেখা গেছে ছবিটির নতুন পোস্টার। ১৯৮৩-তে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত। কপিল দেবের নেতৃত্বাধীন সেই দলের কাহিনি নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। আর দীপিকা পাড়ুকোন হয়েছেন কপিলের স্ত্রী রোমি। প্রথমে ২০২০-এর ১০ এপ্রিল এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে তা আটকে যায়।