চরকিতে প্রথমবার মালয়ালম সিনেমা
বাংলাদেশি দর্শকের ক্রমেই ভারতের মালয়ালম ছবির প্রতি আকর্ষণ বাড়ছে। ফেসবুকে মালয়ালম ছবি নিয়ে বাংলাদেশিদের মধ্যে বেশ কিছু গ্রুপও গড়ে উঠেছে। সেই চাহিদার কথা মাথায় রেখে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘লুকা’। মালয়ালম ছবিটি বাংলায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে আজ। রাত আটটা থেকে অরুণ বোস পরিচালিত এই ছবি দেখা যাবে। এটিই চরকির প্রথম ডাবিং করা মালয়ালম সিনেমা।
দক্ষিণ ভারতের কোচির ভীষণ মেধাবী স্ক্র্যাপ আর্টিস্ট লুকা আর নীহারিকা। একটি প্রদর্শনীতে তাদের পরিচয় হয় এবং এরপরই দুজন প্রেমে পড়ে যান। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত মৃত্যুর পর সবকিছু বদলে যায়। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ অফিসার আকবর। ক্রমেই রহস্যের জট খুলতে থাকে।
২০১৯ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-ড্রামা ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন তোভিনো থমাস, আহানা কৃষ্ণা, আনোয়ার শেরিফ, নিথিন জর্জ। মুক্তির পর সিনেমাটি সে সময় ব্যবসাসফল হয়েছিল। তোভিনো থমাসের অভিনয়ের সঙ্গে তাল মিলিয়েছেন আহানা কৃষ্ণাও। তোভিনো অভিনীত অন্য সিনেমাগুলো হলো ‘মিন্নাল মুরলি’, ‘মারি ২’, ‘কালকি’, ‘লুসিফার’, ‘ভাইরাস’ ইত্যাদি। ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে ছবিটি দেখতে পারবেন দর্শক।