চ্যালেঞ্জের সন্ধানে থাকেন তিনি
দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হুমা কুরেশি। নিত্যনতুন চরিত্রে দাপটের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। চ্যালেঞ্জ নিচ্ছেন নিয়মিত, আর যেকোনো চ্যালেঞ্জ দাপটের সঙ্গে উতরে যাচ্ছেন এই বলিউড নায়িকা। সব সময় চ্যালেঞ্জের সন্ধানে থাকেন তিনি। আর হুমা চান বাণিজ্যিক ছবির মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে।
এবার সম্পূর্ণ অন্য ধারার চরিত্রে দেখা যাবে হুমাকে। সাতরাম রামানি পরিচালিত ‘ডাবল এক্সএল’ ছবিতে তিনি মেরুটের স্থূলকায় মহিলা রাজশ্রী ত্রিবেদীর চরিত্রে অভিনয় করছেন। এই স্লাইজ-অফ-লাইফ কমেডি ছবির মাধ্যমে বডি শেমিংয়ের মতো গম্ভীর বিষয়কে তুলে ধরা হচ্ছে। এই ছবির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা (ডাবল এক্সএল) কমেডিনির্ভর গুরুত্বপূর্ণ ছবি। সত্যি বলতে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি বিশ্বাস করি যে মজাদার, বিনোদনমূলক আর ব্যবসায়িক ছবির মাধ্যমে সমাজে কিছুটা বদল আসে।’ হুমা আরও বলেছেন, ‘একটা সামাজিক ছবি নির্মাণের সময় আমাদের নিশ্চয় কিছু দায়িত্ব থাকে। তবে সব সামাজিক দায়িত্ব কখনোই নির্মাতাদের ওপর বর্তায় না।’
হুমা কখনোই চান না, তাঁর গায়ে ‘টাইপ কাস্ট’-এর তকমা লাগুক। তাঁর গত কয়েক বছরের ছবি বা সিরিজে তা স্পষ্ট। গত বছরে তাঁকে মহারানি ওয়েব সিরিজে রাজনীতিবিদ রানি ভারতীর ভূমিকায় দেখা গেছে। এই সিরিজ বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর জীবনের ওপর নির্মিত। এদিকে হলিউড ছবি আর্মি অব দ্য ডেথ-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন হুমা। দীপা মেহেতার ওয়েব সিরিজ লায়লা-তে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি হুমাকে মিথ্যা সিরিজে এক অধ্যাপকের চরিত্রে দেখা গেছে। এই ক্রাইম-থ্রিলারধর্মী সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিতে মাত্র একটা গানের দৃশ্যে সবার মন জয় করেছেন তিনি। এ ছাড়া ভালিমাই ছবিটি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। এই ছবির নায়ক দক্ষিণি সুপারস্টার অজিত। আর এই ছবিতে পুলিশ অফিসারের মতো দাপুটে চরিত্রে হুমার জয়জয়কার।
দক্ষিণেও ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করেছেন এই বলিউড নায়িকা। হুমা সব সময় তাঁর চরিত্রের মাধ্যমে এভাবে নিজেকে উপস্থাপন করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভেবেচিন্তে ছবি নির্বাচন করি। বলতে পারেন এটা আমার একটা কৌশল। আসলে অভিনেতা হিসেবে আমি নিজেকে কখনোই “রিপিট” করতে চাই না। সাংবাদিকদের সঙ্গে যেহেতু আমার কথাবার্তা হয়, তাই ওনারা বাস্তবের হুমাকে চেনেন। কিন্তু পর্দায় তাঁরা অন্য কাউকে দেখেন, হুমাকে নয়। কারণ, আমি সব সময় নিজের কমফোর্ট জোন থেকে বাইরে এসে অভিনয় করি। আর আমি আমার প্রতিটি চরিত্র থেকে চ্যালেঞ্জ খুঁজে বের করি।’ হুমা আরও বলেছেন, ‘প্রতিটি ছবি বা সিরিজে নিজেকে প্রমাণ করার তাগিদে আমি এসব করি না। আমি নিজের স্বপ্ন পূরণ করতে এসব করি। আমি এখনো দিল্লির সেই মেয়ে, যে তাঁর স্বপ্নের পেছনে এখনো ছুটে চলেছে।’
গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি ছবিতে ‘শিকায়াত’ কাওয়ালি দিয়ে হুমা সাড়া ফেলেছেন। বানসালির এই ছবিতে সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল তিনি। এ প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘এই গান আমার জন্য বিশেষ পাওয়া। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করা আমার বরাবরের স্বপ্ন।’
এ বছর ডাবল এক্সএল ছবিটি মুক্তি পাবে। হুমার সঙ্গে এই ছবিতে আছেন সোনাক্ষী সিনহা। নেটফ্লিক্সের মনিকা ওহ মাই ডার্লিং ছবিতে আছেন হুমা। সনি লিভের সিরিজ মহারানির দ্বিতীয় মৌসুমে আবার তাঁকে স্বমহিমায় দেখা যাবে।