‘ন্যাশনাল ক্রাশ’ তাঁর অঘোষিত পদবী। ইতিমধ্যে ‘পুষ্পা’ ছবি দিয়ে একেবারে মাত করে দিয়েছেন দর্শককে। শিগগিরই অভিষেক হচ্ছে বলিউডে। রুপালি পর্দায় রাশমিকা মান্দানার বিভিন্ন ‘লুক’ তো দেখতেই পাওয়া যায় কিন্তু ইনস্টাগ্রামেও যে মাঝেমধ্যে তিনি নানা ঢঙে হাজির হন, তার খবর রাখেন না অনেকেই। আজ তাই থাকল তাঁর সেই নানা এক্সপ্রেশনের কিছু মুহূর্ত।
১ / ১০
দিনের শুরুটা হলো। বোঝা যাচ্ছে, ফ্রেশ হয়েছেন মাত্র। দিনের শুরুর মুহূর্তটা সেলফিতে ক্যামেরাবন্দী না করলে হয়? সেলফির সময় মুখটা কেমন থাকবে, তা দেখে নিতে পারেন এই নায়িকার কাছ থেকে।
ইনস্টাগ্রাম
২ / ১০
চেহারায় ফুটে উঠেছে পরম শান্তি। নতুন বছরকে এমন ছবি দিয়ে স্বাগত জানিয়েছেন। সঙ্গে সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন প্রিয় মানুষকে।
ইনস্টাগ্রাম
৩ / ১০
ছবির ক্যাপশন থেকে জানা গেল, ছুটির মুডে আছেন রাশমিকা। তবে খাবার কি ভালো হয়নি?
ইনস্টাগ্রাম
৪ / ১০
টুথপেস্টের বিজ্ঞাপন নয়, মাঝেমধ্যেই এ ধরনের এক্সপ্রেশন দিয়ে ইনস্টাগ্রামে ছবি দিতে দারুণ পছন্দ রাশমিকার।
ইনস্টাগ্রাম
৫ / ১০
রাশমিকা বলছেন, মাঝেমধ্যে চোখকে কথা বলার সুযোগ দিতে হয়। কী দেবেন এই ছবির ক্যাপশন?
ইনস্টাগ্রাম
৬ / ১০
‘এই চোখ আর চেহারায় স্বপ্ন ও নাটকীয়তা—দুটোই আছে,’ রাশমিকার কথা।
ইনস্টাগ্রাম
৭ / ১০
‘আমাকে কি তোমার “গোলাপ” বানাবে?’ রাশমিকার এমন প্রস্তাবে একজন লিখেছেন, ‘না, আমি তোমাকে চিরকাল আমার ভালোবাসা হিসেবে চাই।’
ইনস্টাগ্রাম
৮ / ১০
রাশমিকার ভাষ্য, ‘যারা মনে করে এসব অদ্ভুত হাসি উদ্ভট, পাগলামি; জেনে রাখো, তুমি আমার বন্ধু নও। কারণ, আমি হলাম অদ্ভুতুড়ে মানুষ। যে সব সময় মানুষকে আমার মতো করেই হাসায়।’
ইনস্টাগ্রাম
৯ / ১০
‘আমি জানি না, আমার জীবনে যা কিছুই ঘটুক না কেন, হোক তা ভালো অথবা খারাপ, আমি শুধু মুখে এক টুকরো হাসি রাখি। সত্যি, আমি আমার নিজেকে নিয়ে খুবই গর্বিত ও কৃতজ্ঞ।’
ইনস্টাগ্রাম
১০ / ১০
এটা কি রাশমিকর কৃত্রিম চশমা? অনেকেই এমন প্রশ্ন করতে পারেন এই ছবি দেখে।
ইনস্টাগ্রাম