ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতেন এই বলিউড অভিনেতা
আজ তাঁর জন্মদিন। তবে এটি তাঁর নিজের ঠিক করা জন্মদিন। প্রকৃত জন্মদিনটি তাঁর পরিবারও মনে রাখেনি। স্কুলে ভর্তি করানোর সময় কাকা খাতায় লিখে দেন, ‘৯ মার্চ ১৯৫০’। পরে নিজেই হিসাব করে ঠিক করেন, ১৮ অক্টোবর ১৯৫০ তাঁর জন্মদিন। তিনি এমন একজন অভিনেতা ছিলেন, যিনি একই সঙ্গে বিকল্প এবং বাণিজ্যিক চলচ্চিত্রে সমান দাপটে অভিনয় করেছেন। চরিত্রাভিনয়ের গুরুত্ব তাঁর হাত ধরে ফিরেছে হিন্দি ছবির চিত্রনাট্যে। চেনা ভাবমূর্তি ছেড়ে কৌতুকাভিনেতার ভূমিকাতেও প্রতিভার ছাপ রেখে গেছেন। যেসব কারিগরের হাতে সমান্তরাল হিন্দি ছবির ঘরানা তৈরি হয়েছিল, তিনি তাঁদের অন্যতম। আজ জন্মদিনে দেখি তাঁর কিছু দুর্লভ ছবি ও জানি তাঁর জীবনের কিছু তথ্য।
১ / ১৭
২ / ১৭
৩ / ১৭
৪ / ১৭
৫ / ১৭
৬ / ১৭
৭ / ১৭
৮ / ১৭
৯ / ১৭
১০ / ১৭
১১ / ১৭
১২ / ১৭
১৩ / ১৭
১৪ / ১৭
১৫ / ১৭
১৬ / ১৭
১৭ / ১৭