‘জন্মদিনের সপ্তাহ শুরু করলাম কোভিড–১৯ দিয়ে’

মিথিলা পালকর
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

নতুন বছরের শুরু থেকে একের পর এক বলিউড তথা দক্ষিণি অভিনয়শিল্পীর করোনায় আক্রান্তের খবর শোনা যাচ্ছে। এবার এ তালিকায় উঠে এল ইরফান খান অভিনীত ‘কারওয়া’ ছবির নায়িকা মিথিলা পালকরের নাম।
‘লিটিল থিংস’ ওয়েব সিরিজের নায়িকা মিথিলা পালকর এবার করোনায় আক্রান্ত হয়েছেন। এই বলিউড অভিনেত্রী নিজে এ কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। মিথিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আমি আমার জন্মদিনের সপ্তাহ শুরু করলাম কোভিড–১৯ দিয়ে। আমি জানি এটা খুবই বাজে একটা জিনিস। আমার মধ্যে হালকা লক্ষণ দেখা দিয়েছিল। আর তখন থেকেই আমি নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছি। আসলে আমি বলতে চাই যে আমি আমার পরিবারের থেকে অনেক দূরে আছি। আর আমি খুব সাবধানতার সঙ্গে আছি। বিশেষ করে যেসব বয়স্ক মানুষের আমি সান্নিধ্যে এসেছি, তাঁরা যেন সুস্থ থাকেন, আমি সেই প্রার্থনা করছি।’

মিথিলা পালকর
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

এই তরুণ নায়িকা আরও লিখেছেন, ‘গত ১০ দিন আমার সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের জানিয়েছি যে আমি কোভিড পজিটিভ। আর ওনাদের আমি পরীক্ষা করানোর কথা বলেছি। আমি সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করছি। নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।’ মিথিলাকে শেষবার পর্দায় দেখা গেছে ‘লিটিল থিংস’-এর চতুর্থ মৌসুমে।

মিথিলা পালকর
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

গত কয়েক দিনে হিন্দি ও দক্ষিণি ছবির একাধিক অভিনয়শিল্পী করোনার শিকার হয়েছেন। এই শিল্পীরা হলেন মহেশ বাবু, জন আব্রাহাম, ম্রুণাল ঠাকুর, কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, অর্জুন কাপুর, সোনু সুদ, বিশাল দাদলানি, প্রেম চোপড়া, নোরা ফতেহি, স্বরা ভাস্কর, কুব্রা শেঠ, শিল্পা শিরোদকর, নকুল মেহেতা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, আলেয়া এফ, শিখা সিং, একতা কাপুরসহ আরও অনেকে।

মিথিলা পালকর
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত