জন্মদিনে সালমানের বাড়ির সামনে নোটিশ, আজ আমি বাড়িতে নেই

আবদুল রশিদ সালমান খানের ৫৫তম জন্মদিন আজকোলাজ: আমিনুল ইসলাম

২৭ ডিসেম্বর। বছরের পর বছর এই দিনে একটা চেনা দৃশ্য দেখা যায় বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে। অগণিত মানুষ ফুল হাতে ভিড় করছে সেখানে। সবাই তাকিয়ে থাকে প্রিয় নায়কের বাড়ির বারান্দায়। নায়ক আসেন, হাত উঁচিয়ে সবার শুভেচ্ছার জবাব দেন। প্রিয় নায়কের জন্মদিনে তাঁর দেখা পেয়ে সোল্লাসে ফেটে পড়ে ভিড় করা সেই মানুষগুলো। অন্তত বিগত দুই দশকের সাধারণ চিত্র এটি।

১৯৬৬ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর জন্ম

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, এ বছর এই চেনা দৃশ্য দেখা যায়নি সালমানের বাড়ির সামনে। করোনা সবকিছু বদলে দিয়েছে। বরং এবার সালমানের ‘গ্যালাক্সি’ ভবনের সামনে দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ, যেখানে সালমান নিজেই জানিয়েছেন, এবারের জন্মদিনে তিনি বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে।

সালমান খান ও কারিনা কাপুর

লিখেছেন ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, কোনো কিছুর সঙ্গে তার তুলনা হয় না। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে জমায়েত হবেন না। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সবাইকে অনেক ভালোবাসা।’

কিছুদিন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান। বললেন, ‘যদি ঈদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলেই “রাধে” মুক্তি পাবে। এই মুহূর্তে ছবি মুক্তির চেয়ে জরুরি মানুষের সুরক্ষিত থাকা। যদি হলে গিয়ে কারও কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আমি মেনে নিতে পারব না।’

সালমান খান

ভক্তরা বাড়ির সামনে আসুক না আসুক, ফুল আনুক না আনুক—আবদুল রশিদ সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৬ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর জন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা গেল সালমানের নানান ছবি, শুভেচ্ছাবাণী। এমনকি বাংলাদেশেও উদযাপিত হয়েছে তাঁর জন্মদিন। ফেসবুকভিত্তিক সংগঠন ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর পক্ষে আজ প্রিয় তারকার জন্মদিনে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আজ দুপুরে তাঁরা রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সালমানের জন্মদিন উপলক্ষে ছোট এক আয়োজন করেন। সেখানে তাঁরা প্রথমে কেক কাটেন। এরপর ৬০টি পথশিশুর মধ্যে খাবার বিতরণ করেন।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা

ছোট পরিসরে পারিবারিক আবহে জন্মদিন উদযাপন করেন সালমানও। শনিবার মাঝরাতে পানভেলের ফার্ম হাউসে হাজির সাংবাদিকদের অনুরোধে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘এইবছর কোনো উদযাপন হচ্ছে না। শুধু আমি আর আমার পরিবার, আর কেউ নয়। এই ভয়ংকর দুর্দিনে আমার কোনো ইচ্ছাই নেই জন্মদিন উদযাপন করার। আশা করছি আগামী বছর আমাদের জীবনে খুশি থাকবে। বড় করে জন্মদিন থাকবে। সবাই সুস্থ থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করি।’

কিছুদিন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান

এবার হইচই করে নিজের বিশেষ দিনটি পালন না করলেও, ‘বিগ বস’-এর প্রতিযোগীদের থেকে বিশেষ ট্রিবিউট পাচ্ছেন সালমান। সালমানের ‘জন্মদিনের স্পেশাল’ পর্বে তাঁকে শুভেচ্ছা জানাতে আসবেন তার দুই নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও রাভিনা ট্যান্ডন। জীবনের ৫৪টি বসন্ত পার করে ফেলেছেন সালমান। নানা সময় তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো জীবনসঙ্গী বেছে নেননি তিনি। তাই তো তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা কাপুর খান লিখেছেন, ‘শুভ জন্মদিন। আশা করি জলদি বিয়েটা করবে।’

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি

১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি। তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।

১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর মধ্যে ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘ভারত’ উল্লেখযোগ্য।
সূত্র: ইনস্টাগ্রাম, ফেসবুক, ফিল্মফেয়ার