‘ডানাকাটা পরী’ গায়িকার মেহেদির ছবি

১ / ১০
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় শিল্পী কনিকা কাপুর। বর গৌতম হাতিরামানি লন্ডনের ব্যবসায়ী, যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কনিকার
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ১০
গৌতম ও কনিকার বিয়ে লন্ডনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ১০
বলিউডের ‘রাগিনি এমএমএস টু’ ছবিতে কনিকার গাওয়া ‘বেবি ডল’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ১০
সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে তাঁর গাওয়া ‘ওঁ বলেগা ইয়া ওঁওঁ বলেগা সালা’ গানটিও উষ্ণতা ছড়ায় দক্ষিণ এশিয়ায়
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ১০
সর্বশেষ গত ২৮ এপ্রিল ‘বুহে বারিয়ান’ শিরোনামে প্রকাশিত হয় কনিকার একটি সংগীতচিত্র। ভীষণ আলোচিত হয়েছে গানটি
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ১০
এর আগে ‘চিটিয়া কালাইয়া’সহ তাঁর গাওয়া বেশ কিছু গান ভীষণ জনপ্রিয়তা পায়
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৭ / ১০
বাংলাদেশের ‘রক্ত’ ছবিতে কনিকার গাওয়া ‘ডানাকাটা পরী’ গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৮ / ১০
সেরা কণ্ঠশিল্পী হিসেবে কনিকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার জয় করেছেন
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৯ / ১০
এটি কনিকার দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে রাজ চন্দকের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১০ / ১০
মেহেদি অনুষ্ঠানে গৌতম ও কনিকা নাচ করছেন। কনিকার আগের স্বামী রাজাও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের রয়েছে তিন সন্তান
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া