default-image

হটস্টার-ডিজনির ‘রুদ্র’র এবার আমাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘ফরজি’তে দেখা যাবে যাবে রাশিকে। ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত রাজ-ডিকে পরিচালিত এই সিরিজে তাঁর সঙ্গে আছেন বলিউড তারকা শহিদ কাপুর। শহিদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল রাশি। এই সিরিজে শহিদের সঙ্গে তাঁর নিজের রসায়নেও দারুণ খুশি তিনি।

default-image

শাহিদকে প্রশংসায় ভাসিয়ে দক্ষিণি তারকা বলেন, ‘সে মাটির মানুষ। তাঁর সঙ্গে কাজ করার সময় দারুণ স্বচ্ছন্দ ছিলাম। শহিদ দারুণ রসিক। আশপাশের সবাইকে বুঝতেই দেন না, তিনি কত বড় তারকা। একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করেন তিনি।’

default-image

এ প্রসঙ্গে রাশি আরও বলেন, ‘আমি শহিদকে ফোন করে বলেছি, এই সিরিজে তাঁর কাজ আমার দারুণ লেগেছে।’ এই অভিনেত্রী এখন ‘ফরজি’র ডাবিংয়ে ব্যস্ত আছেন। এদিকে যোদ্ধা ছবির অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির মূল অংশের শুটিং হয়ে গেছে, কিছু গানের দৃশ্য বাকি। এখন অধীর অপেক্ষায় আছি সিডের (সিদ্ধার্থ মালহোত্রা) সঙ্গে কখন গানের দৃশ্যগুলো শুট করব। আমার মনে হয় আমাদের জুটি আপনারাও উপভোগ করবেন।’

default-image
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন