দক্ষিণ-উত্তরে বিতর্ক নিয়ে অদিতির মন্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, তিনি এমন একজন অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতের সঙ্গে হিন্দি সিনেমাতেও নিয়মিত কাজ করেন।
হায়দরাবাদের রাজপরিবারের কন্যা অদিতি। মালয়ালম ছবি দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেও, হিন্দি, তামিল, তেলেগু ছবির জগতেও তাঁর সমান দাপট। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদিতি দক্ষিণ বনাম উত্তর লড়াই নিয়ে মুখ খুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই ভারতীয় চলচ্চিত্রের জগতে কাজ করি। আঞ্চলিক, দক্ষিণি ছবি, এই শব্দগুলোর প্রয়োগ বন্ধ করা উচিত। একজন ভারতীয় হিসেবে আমাদের পরিচয় লুকিয়ে আছে ভিন্ন সংস্কৃতি, ভাষা, ইতিহাসসহ আরও বিভিন্ন বিষয়ের মধ্যে। ভারতীয় সিনেমার এক সুন্দর যাত্রা শুরু হয়েছে। তাই এই বচসা বন্ধ করা উচিত।’
অদিতির আশা, বিভেদ ভুলে সবাই ভারতীয় ছবি এগিয়ে নিতে কাজ করবেন, ‘আশা করি ইন্ডাস্ট্রির সবাই এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। বিশ্বের দরবারে আমরা নিজেদের কাহিনি তুলে ধরব। এমন কাহিনি বলব, যাতে সমগ্র দুনিয়ার নজর থাকবে আমাদের দিকে। সুন্দর, সুস্থ পরিবেশ গড়ে উঠলে প্রতিভাবান নির্মাতারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ আরও পাবেন। সহজে নিজের মনের মতো ছবি বানাতে পারবেন। এ জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। শুধু চোখকান খোলা রাখলেই হবে। আমরা যা, তা-ই নিয়ে গর্ব করা উচিত। তবে সবার আগে এত দিন আমরা যা করেছি, তা নিজের সঙ্গে উদ্যাপন করা প্রয়োজন। আসুন, উদ্যাপন করি।’
কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় গাউন পরে মুগ্ধতা ছড়িয়েছিলেন অদিতি। নতুন খবর, স্ত্রী ২ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে বেশ কিছু দক্ষিণি সিনেমার কাজ।