default-image

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী দিশা পাটানির একটি ছবি ভাইরাল হচ্ছে। সেখানে তাঁকে রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি দামি গাড়ির সামনে দেখা গেছে। দিশা–ভক্তদের এখন প্রশ্ন, গাড়ির মালিক কে?

সম্প্রতি দিশা পাটানি সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িসহ একটি ছবি পোস্ট করেন। সেখানে দিশার পরনে ছিল জিনস প্যান্ট এবং লাল রঙের টি–শার্ট। তবে গাড়ি ও দিশাকে নিয়ে জোর আলোচনা চললেও মালিকানা নিয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। যদিও এই ছবির পাশাপাশি গাড়ির একটি রেজিস্ট্রেশন কপিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। সেখানে গাড়ির মালিক হিসেবে দিশার নাম আছে। জানা গেছে, গাড়িটির মূল্য হতে পারে ১ কোটি ৫২ লাখ রুপির কাছাকাছি।

দিশা ব্যস্ত এখন সালমান খান অভিনীত রাধে ছবির শুটিংয়ে। ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এ ছাড়া মোহিত সুরি পরিচালিত মালাং ছবিতেও দিশা অভিনয় করছেন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন