দীপিকার তৃতীয় ফ্রন্ট

নতুন আরেক জগতে পা রাখলেন দীপিকা পাড়ুকোন

অভিনয় তো আছেই। তার সঙ্গে যুক্ত হয়েছিল প্রযোজনা। কয়েক দিন আগেই হলিউড পর্যন্ত বিস্তৃত করেছেন এই ব্যবসা। এবার নতুন আরেক জগতে পা রাখলেন দীপিকা পাড়ুকোন। শিগগিরই লাইফস্টাইল ব্র্যান্ড খুলছেন এই বলিউড তারকা। গতকালই এল সেই ঘোষণা। ব্র্যান্ডটির নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী বছরেই শুরু হতে পারে এই ব্র্যান্ডের পথচলা।

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাতে তাঁর নায়ক শাহরুখ খান।

দীপিকার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দিকে সৌন্দর্য ও ত্বকের যত্নসংশ্লিষ্ট পণ্য তৈরি করা হবে। পণ্যগুলো হবে ভারতীয় ও বিজ্ঞানসম্মত। দীপিকা বলেন, ‘আমি বিশ্বাস করি, ভারত সব সময়ই ব্যতিক্রম। সারা বিশ্বের আনাচে–কানাচে আমরা দারুণভাবে ঢুকে পড়েছি। আমাদের এমন একটি দেশ, যার সমৃদ্ধ মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের ভীষণভাবে গর্বিত করে। আমরা একটি ব্র্যান্ড তৈরির চেষ্টা করছি, যার শেকড় হবে ভারতীয় কিন্তু আবেদন বিশ্বজনীন।’

দীপিকা পাড়ুকোন

দীপিকাকে আগামীকাল শুক্রবার রাত ১০টায় ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি টিভিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে। শিক্ষক দিবসের বিশেষ পর্বে দীপিকা তাঁর চলচ্চিত্রের ক্যারিয়ারের প্রথম পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খানকে নিয়ে উপস্থিত হয়েছেন।

দীপিকা পাড়ুকোন

পাঠান ছবিতে আবারও শাহরুখ খানের নায়িকা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস–এর মতো হিট ছবি উপহার দিয়েছে এই জুটি। এ ছাড়া স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এইট্টি থ্রি ছবিতেও তাঁকে দেখা যাবে। ছবিতেও তাঁরা স্বামী–স্ত্রী। হাতে আছে দ্য ইন্টার্ন–এর হিন্দি রিমেক।

দীপিকা

হলিউডের এই ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে। আর বলিউডে করছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। নিরোর চরিত্রটি আগে ঋষি কাপুরের করার কথা ছিল।