আসল ছবি নকল ছবি

ভৌতিক ছবি অনেকেরই পছন্দ। অনেকেই হয়তো জানেন না, জনপ্রিয় অনেক হিন্দি হরর ছবিই হলিউড বা অন্য দেশের ছবি কিংবা সাহিত্য থেকে অনুপ্রাণিত। সে রকমই ১০টি ভৌতিক ছবির কথা থাকল আজ। ছবিগুলো বাছাই করেছে আইএমডিবি।

১ / ১০
১৯৬৪ সালের ছবি ‘কোহরা’। ছবিটিতে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ললিতা পাওয়ার, ওয়াহিদা রেহমান। একজন নববিবাহিতা মনে করেন, তার স্বামীর আগের মৃত স্ত্রী এখনো তাদের ঘরে ঘোরাফেরা করেন। আলফ্রেড হিচককের ‘রেবেকা’র সঙ্গে এই ছবির মিল পাওয়া যায়।
কোলাজ
২ / ১০
১৯৬২ সালের ছবি ‘বিশ সাল বাদ’। গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে একজন। এরপর এক অভিশপ্ত আত্মা তাকে হত্যা করে। শুধু তা–ই নয়, একে একে তার উত্তরাধিকারীদেরও হত্যা করতে থাকে। ছবিটি বাংলা ছবি ‘জিঘাংসা’র রিমেক। জিঘাংসা আবার ‘দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস’ উপন্যাস ও ছবি থেকে অনুপ্রাণিত।
কোলাজ
৩ / ১০
‘অ্যান আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন’ ছবি থেকে অনুপ্রাণিত ‘জুনুন’। রাহুল রয় ও পূজা ভাট অভিনীত ছবির গল্পটি হলো বিক্রম নামের একজনকে নিয়ে। তিনি অভিশপ্ত বাঘের আক্রমণের শিকার হন। ধীরে ধীরে তিনিও বাঘে রূপান্তরিত হওয়া শুরু করেন।
কোলাজ
৪ / ১০
টম হল্যান্ড পরিচালিত ‘চাইল্ডস প্লে’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা ছবি ‘পাপি গুড়িয়া’। এক কালো জাদুকর তার আত্মা একটি পুতুলে স্থানান্তর করে। এরপর পুতুলটি কিনে নেয় একটি ছেলে ও তার বোন। দুজনের জীবন অতিষ্ঠ করে তোলে পুতুলটি।
কোলাজ
৫ / ১০
‘রাজ’ ছবির গল্প সানজানা ও আদিত্যকে নিয়ে। দুজন তাদের বিয়ে টিকিয়ে রাখার শেষ সুযোগ হিসেবে উটিতে যায়। কিন্তু তারা যে বাড়িতে ওঠে, সেখানকার অতিপ্রাকৃত শক্তির পরিকল্পনা থাকে ভিন্ন কিছু। ছবিটি ‘হোয়াট লাইজ বিনিথ’ অবলম্বনে তৈরি।
কোলাজ
৬ / ১০
২০০৩ সালের ছবি ‘ডরনা মানা হ্যায়’। ‘ক্যাম্পফায়ার টেলস’ ছবির অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে হিন্দি ছবিটি। সাত বন্ধু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। মধ্যরাতে গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় একটি জায়গায় আশ্রয় নেয় তারা। সূর্যোদয় পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে গল্প শুরু করে তারা।
কোলাজ
৭ / ১০
আলেহান্দ্রো আমেনাবারের ২০০১ সালের ভৌতিক ছবি ‘দ্য আদার্স’-এ অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান। ছবিটির অনুপ্রেরণায় তৈরি হয়েছে হিন্দি ছবি ‘আনজানি: দ্য আননোন’।
কোলাজ
৮ / ১০
থাইল্যান্ডের সিনেমা ‘দ্য আই’-এর হিন্দি ভার্সন ‘নেয়না’। চোখ প্রতিস্থাপনের পর এক তরুণী বুঝতে পারেন, তিনি অন্য এক দুনিয়া দেখতে পান। ২০০৮ সালের আমেরিকান ভার্সনে অভিনয় করেছিলেন জেসিকা অ্যালবা।
কোলাজ
৯ / ১০
বিক্রম ভাটের ২০০৮ সালের ছবি ‘১৯২০’। একজন নববিবাহিত নারীর সঙ্গে একটি ভৌতিক চরিত্রের সম্পর্ক নিয়ে ছবির গল্প। ‘দ্য এক্সরসিস্ট’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
কোলাজ
১০ / ১০
‘হরর স্টোরি’ ছবিটি ২০১৩ সালের। ভৌতিক একটি নিষিদ্ধ হোটেলে সাত বন্ধু রাত কাটানোর গল্প। স্টিফেন কিংয়ের ছোটগল্প ‘১৪০৮’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির গল্প। এ গল্প নিয়ে একই নামে ২০০৭ সালেও একটি সিনেমা তৈরি হয়। সেখানে অভিনয় করেন স্যামুয়েল এল জ্যাকসন।
কোলাজ