পর্ন ছবি বানানোর প্রলোভন দেখাতেন তিনি

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

পর্ন ছবি নির্মাণের অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সঙ্গী রায়ান থর্পের বিরুদ্ধে ১৪৬৭ পাতার সম্পূরক চার্জশিট দাখিল করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এই মামলায় আরও ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে আগেই ৩৫২৯ পাতার অভিযোগপত্র দাখিল করেছিল ক্রাইম ব্রাঞ্চ।
চার্জশিটে বলা হয়েছে, চলচ্চিত্রে কাজ পাওয়ার আশায় যেসব মেয়ে চেষ্টা করতেন, তাঁদের আর্থিক দৈন্যের সুযোগ নিতেন রাজ কুন্দ্রা। সেসব মেয়েকে নিয়ে অশ্লীল ছবি বানানোর প্রলোভন দেখাতেন তিনি।

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা
ছবি: ইনস্টাগ্রাম

তাঁদের নিয়ে পর্ন ছবি বানানোর পর সেগুলো হোয়াটসঅ্যাপ আর ওটিটিতে দেখানো হতো। আর তা থেকে রাজ কুন্দ্রা ও তাঁর সঙ্গীরা মোটা রুপি আয় করতেন।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চ হোয়াটসঅ্যাপ চ্যাট, ই–মেইল এবং নানা প্রমাণাদি জমা করেছে। রাজের বিরুদ্ধে কিছু প্রমাণ লোপাট করার অভিযোগ এনেছে ক্রাইম ব্রাঞ্চ।

রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

পর্নোগ্রাফি মামলায় রাজ আর রায়ানকে মুম্বাই পুলিশ ১৯ জুলাই গ্রেপ্তার করে। তার পর থেকে কারাবন্দী রাজ ও তাঁর সঙ্গী। রাজকে গ্রেপ্তারের আগে ও পরে তাঁর দপ্তর আর বাসায় তল্লাশি চালিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ। পর্নোগ্রাফি মামলায় শিল্পার শেঠির জবানবন্দি নিয়েছিল তারা।