ক্যাপশনে লেখা, ‘এ বছর আপনি আমের স্বাদ নিয়েছেন? আপনার পরিবারের সদস্যরা খেয়েছে?’ ছেলের সঙ্গে আমিরের এসব ছবি দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লিখেছেন, ‘এখনো খাইনি স্যার, অনেক দাম!’ কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে।’ আবার কেউ বলছেন, ‘একেবারেই সাধারণ মানুষ।’ একজন লিখেছেন, ‘আপনিও আম চুষে খান আমির ভাই!’ অনেকে আবার এ ছবির নিচে মন্তব্যে আমিরের পরবর্তী ছবি লাল সিং চাড্ডার খবর নিয়েছেন। লিখেছেন, ‘লাল সিং চাড্ডা কবে আসছে?’
এমনিতে আমির ব্যক্তিগত জীবনে একটু অন্য রকমভাবেই থাকতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কিছু শেয়ার করেন না। বিশেষ করে পারিবারিক ছবি দেন না খুব একটা। ইদানীং কিছুটা পরিবর্তন এসেছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া তারকা রুহী দসানির সঙ্গেই বৈশাখী উৎসব মেতেছিলেন আমির। নাচলেন, হালুয়া খেলেন, সেদিনও আমিরের সাধারণ ভাব দেখে দর্শকেরা শুভেচ্ছা জানিয়েছিলেন।
আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১১ আগস্ট মুক্তি পাবে। ছবিতে আমির খান ছাড়াও কারিনাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আছেন নাগা চৈতন্যও। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অতুল কুলকার্নি।