default-image

বিয়ের দুই বছর পার হয়ে গেছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের। তবু তাঁদের বয়সের ব্যবধানের কথা বারবার সামনে চলে আসে। নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড় প্রিয়াঙ্কা। এ নিয়ে তাঁকে বারবার সমালোচিত হতে হয়। তবে বয়সের এই ব্যবধান তাঁদের দাম্পত্য সম্পর্কে এতটুকু প্রভাব ফেলেনি। এ ব্যাপারে নিজেই খোলামেলা কথা বলেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

বিজ্ঞাপন
default-image

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন নিকের সঙ্গে তাঁর বয়সের ব্যবধান নিয়ে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই অসম বয়সের বিয়ের কোনো প্রভাবই তাঁদের সম্পর্কের ওপর পড়েনি। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমাদের ভালোবাসার মধ্যে কখনো বয়সের ব্যবধানের বিষয়টি আসেনি। প্রথম দেখাতেই আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি। পারস্পরিক সমঝোতা থাকাটা জরুরি। একে অন্যের ভালো লাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করতে হবে। সঙ্গীকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটি বিষয়। সেই পথটা কঠিন নয়।’ প্রিয়াঙ্কা বলেছেন, নিকের সঙ্গে তাঁর কখনো সাংস্কৃতিক মতবিরোধও হয়নি। এই সাবেক বিশ্বসুন্দরী আরও বলেছেন, ‘নিক ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। মাছ যেমন জলের মধ্যে হয়ে থাকে।’ অন্যান্য দম্পতির মতো তাঁদেরও একে অপরের অভ্যাস বুঝতে হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘এ রকম করে একজন মানুষকে নিজের পাশে পাওয়া অনেক বড় ব্যাপার। পেশাগত জীবন বাদ দিয়ে আমি সব সময় চেষ্টা করি ভালো থাকতে, যতটা সম্ভব। আমি খুব ভাগ্যবান যে নিকও ঠিক জীবন সম্পর্কে এ রকমই ভাবে।’ লকডাউনে দুজন আরও কাছাকাছি এসেছেন, একসঙ্গে কাটিয়েছেন বেশ কিছুটা নিবিড় সময়। প্রিয়াঙ্কা মনে করেন, এটা তাঁর কাছে বড় প্রাপ্তি। কারণ, ক্যারিয়ারের ব্যস্ততায় এতটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ তাঁরা কেউই পান না।

default-image

প্রিয়াঙ্কাকে শেষ পর্দায় দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনেতা ছিলেন ফারহান আখতার। ছবিটিতে প্রিয়াঙ্কার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। এই তারকাকে হলিউডের ছবি ‘ম্যাট্রিক্স ফোর’-এ দেখা যাবে। এ ছাড়া প্রিয়াঙ্কা প্রযোজনা করছেন ‘দ্য হোয়াইট টাইগার’ নামে একটি ছবি। ছবিটিতে অভিনয়ও করছেন তিনি। ‘দ্য হোয়াইট টাইগার’-এ তাঁর বিপরীতে আছেন রাজকুমার রাও।

বিজ্ঞাপন
মন্তব্য করুন