default-image

সানি লিওন, পর্নস্টার থেকে হয়েছেন বলিউড অভিনেত্রী। খুব বেশি ছবি করেন নি। ছোট্ট এই ক্যারিয়ারে পর্দায় তাঁর উপস্থিতি মানেই সাড়া পড়ে যায় দর্শকদের মাঝে। সেই তারকাকে বলিউডের এক নম্বর অভিনেত্রী মনে করেন অভিনেতা তুষার কাপুর। নায়িকাদের মধ্যে সানিকে শীর্ষেই রেখেছেন তিনি।
আইএনএসর খবরে বলা হয়েছে, সানি লিওন ও তুষার কাপুর তাঁদের আসন্ন ছবি ‘মাস্তিজাদে’-র কাজ করেছেন। তুষার বলেছেন, সানি শুধু ভালো অভিনেত্রীই নন, ভালো মানুষও। তুষারের এও ধারণা, ‘মাস্তিজাদে’ অবশ্যই ব্লকবাস্টার হবে। মিলাপ জাভেরি পরিচালিত এ ছবিতে সানি ‘লায়লা লেলে’ নামক এক চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ভির দাসকেও দেখা যাবে এই ছবিতে।

সানির পেছনে ক্যাটরিনা-দীপিকাসম্প্রতি এক জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের মতো আবেদনময়ীদের পেছনে ফেলেছেন জিসম ২ তারকা সানি লিওন। শেষ হতে চলা বছরটিতে বলিউডের তারকাদের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানিকেই। সেই সানি এবার অপর এক অভিনেতার কাছে শীর্ষ অভিনেত্রীর তকমা পেয়ে গেলেন। সময়টা বেশ ভালোই যাচ্ছে তার।

বিজ্ঞাপন
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন