বলিউডে সালমান খানের আরেক ভাই

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’–শোতে গিয়েছিলেন সালমান খান
ইনস্টাগ্রাম

দুজনের বন্ধুত্বের কথা নতুন করে বলার আর দরকার পড়ে না। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর তারকাদের মধ্যে শাহরুখের কাছে প্রথম ছুটে গিয়েছিলেন সালমান খান। শোনা যায়, সে সময় শুটিংও বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই বন্ধুত্বের বন্ধন যেন আরও শাক্তিশালী করলেন সালমান।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’–শোতে গিয়েছিলেন সালমান খান। উদ্দেশ্য ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির প্রচারণা। সেই অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সালমান। ওই ভক্ত সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাঁকে থামিয়ে দিয়েই সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো নয়। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই তোমার?’ উত্তরে ওই ভক্ত বলেন, ‘একজনই ভাই আছেন। তিনি গোটা হিন্দুস্তানের ভাই। একমাত্র তাকেই আমি চিনি’

ভক্তের মুখে এমন কথা শুনে পাল্টা উত্তর দেন ভাইজান। তিনি বলেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে তুমি কী বলবে?’ এরপরই ওই ব্যক্তি বলেন, ‘ভাই-ই বলব।’ এটা শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সব সময় মনে রাখবে।’

দুজনের বন্ধুত্বের কথা নতুন করে বলার আর দরকার পড়ে না
ইনস্টাগ্রাম

সালমান খান, তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মা ও মহিমা মাকওয়ানা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এখন সিনেমা হলে চলছে। সামনেই ভাইজানের ‘দাবাং ফোর’ আসছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ভিন্নধর্মী একটি ছবি হতে যাচ্ছে ‘দাবাং ফোর’। তাঁর হাতে আছে ‘টাইগার থ্রি’ ছবিটিও।