গেল মাসে হঠাৎ ছড়িয়ে পড়ে খবরটি, অর্থ প্রতারণার অভিযোগে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। অবশ্য দুই দিন পর শত্রুঘ্ন কন্যা জানান, কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই তাঁর বিরুদ্ধে। গুজবে কান দিতে নিষেধ করেছেন তিনি। সব মিলিয়ে নানা রকমের চাপে ছিলেন সোনাক্ষী। হয়তো সব চাপ দূরে রেখে একটু স্বস্তির আশায় বেরিয়ে পড়েছেন এই তারকা। ঘুরে বেড়াচ্ছেন মালদ্বীপে। সেখানকার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। চলুন দেখি, সেখান থেকে বাছাই করা কিছু ছবি।