যে বাঁধন গেছে ছিঁড়ে

ভাঙা–গড়ার মধ্য দিয়ে কেটে যাচ্ছে বছরটি। বছরটিতে যেমন জমকালো বিয়ের আসর বসেছে, তেমনি বড় বড় তারকাদের প্রেম কিংবা বিয়েও ভেঙেছে। চলুন একনজরে দেখে আসা যাক ভারতীয় তারকাদের মধ্যে কাদের বাঁধন ছুটে গেছে।

১ / ৫
এ বছরের সবচেয়ে বড় ঘটনা ছিল আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ। চলতি বছরের জুলাই মাসে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। তবে দুজন সমানভাবেই তাঁদের সন্তান আজাদ রাও খানের দেখভাল করবেন
সংগৃহীত
২ / ৫
মাসখানেক গুঞ্জনের পরে, অক্টোবর মাসে বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। গোয়ায় এক জমকালো আয়োজনে বিয়ে হয়েছিল সামান্থা ও নাগা চৈতন্যের
সংগৃহীত
৩ / ৫
এ বছরেরই এপ্রিলে অভিনেত্রী কৃতি কুলহারি ঘোষণা দেন, সাহিল সেগালের সঙ্গে আর সম্পর্ক নেই তাঁর
সংগৃহীত
৪ / ৫
তিন বছর প্রেম করার পর অবশেষে সম্প্রতি প্রেমের ইতি টানলেন সুস্মিতা সেন ও রোহমান শল। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা জানিয়েছেন, তাঁরা আর একসঙ্গে নেই
সংগৃহীত
৫ / ৫
২০১৯ সালে তুরস্কে বিয়ে হয়েছিল নুসরাত জাহান ও নিখিল জৈনের। চলতি বছর আদালত জানিয়েছেন, তাঁদের আর একসঙ্গে থাকার অধিকার নেই
সংগৃহীত