রজনীকান্তের হাতে কাল উঠছে দাদাসাহেব ফালকে সম্মান

রজনীকান্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে যাচ্ছেন দক্ষিণ ভারতের খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত। কাল সোমবার তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। গত এপ্রিল মাসেই রজনীকান্তকে দাদাসাহেব ফালকে দেওয়ার খবর প্রথম জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য প্রকাশ জাভড়েকর। ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘোষণা দিয়েছিলেন তিনি।

প্রকাশ জাভড়েকর টুইটারে লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন ভারতের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্তজি। প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার হিসাবে তাঁর অবদান ভারত চিরকাল মনে রাখবে।’ ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ভক্তরা রজনীকান্তকে ভালোবেসে থালাইভা ডাকেন। ২৫ অক্টোবর তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পেতে যাচ্ছেন।’

২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারের কথা গত বছরই ঘোষণা করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। ২০১৯ সালের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ২০১৮ সালে এই পুরস্কারে ভূষিত হন অভিনেতা অমিতাভ বচ্চন। রজনীকান্ত এর আগে পদ্মবিভূষণ পেয়েছিলেন। ১৯৭৫ সালে কে বালাচন্দরের ছবি দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রজনীকান্ত। এরপর তামিল চলচ্চিত্রের জগতে ৪৫ বছর কাজ করে যাচ্ছেন তিনি। কাজ করেছেন বলিউডেও। সব মিলিয়ে প্রায় পৌনে দুই শ ছবিতে অভিনয় করেছেন।

রজনীকান্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

রজনীকান্ত গত ডিসেম্বরে জানিয়েছিলেন, নতুন বছরে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। সেই ঘোষণার পর ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। রাজনীতিতে নামার ঘোষণায় তিনি বলেছিলেন, ‘হয় এখন, নয়তো কখনোই নয়।’ পরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন পরই রাজনীতিতে আসার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এই অভিনেতা। এ প্রসঙ্গে টুইটারে তিনি জানিয়েছিলেন, এখন রাজনীতিতে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।