২৪ মার্চ প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে বলিউড অভিনেতা আমির খানের মুখপাত্রের পাঠানো এক বার্তায় লেখা হয়েছে, ‘আমির খানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকের পরামর্শমতো সব ধরনের নিয়ম মেনে চলছেন। তাঁকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি ভালো আছেন। দু-তিন দিনের ভেতরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, আপনাদের করোনা পরীক্ষার অনুরোধ রইল। প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আপনাদের সবার শুভকামনা, উদ্বিগ্নতা আর প্রার্থনার জন্য ধন্যবাদ।’
আমির খানের করোনা পজিটিভ হওয়ার পরদিনই তাঁর সহশিল্পী অভিনেতা আর মাধবন জানালেন, তিনিও করোনায় আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ‘থ্রি ইডিয়টস’ ছবির উল্লেখ করে আমির খানকে টেনে একেবারে রসিকতার কায়দায় মাধবন জানালেন, তিনি করোনায় আক্রান্ত।
মাধবন টুইটারে লেখেন, ‘র্যাঞ্চোকে তো ফারহান ফলো করবেই। ভাইরাসও সঙ্গে রয়েছে অবশ্যই। কিন্তু এবার ভাইরাস ধরেই ফেলেছে আমাদের। কিন্তু অল ইজ ওয়েল। আমরা খুব জলদিই সুস্থ হয়ে উঠব। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের শুভকামনা এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আমি সুস্থ হচ্ছি।’
মাধবন, আমির খান, শরমন যোশী অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবি বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছিল। এই সিনেমা এবং এ তিনটি চরিত্র এতই জনপ্রিয় হয়েছিল যে ছবির সঙ্গে জড়িত সবাই বারবার স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনটি চরিত্র একই সঙ্গে উচ্চারণ করেন।
‘থ্রি ইডিয়েটস’-এ র্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। ছবির বাকি দুই গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আর মাধবন ও শরমন যোশী। ছবিতে তাঁদের নাম ছিল ফারহান ও রাজু। ইঞ্জিনিয়ারিং কলেজের এই ছাত্রদের জাঁদরেল প্রিন্সিপালের ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি। ছবিতে মজা করে সবাই ‘ভাইরাস’ নামে ডাকত তাঁকে।
এ বছরের মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ি, সঞ্জয় লীলা বানসালিসহ আরও অনেকের সঙ্গে এই মাসে আক্রান্ত হলেন আমির খান, আর মাধবন। টিকা নেওয়ার দুই সপ্তাহ পর অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব লোকসভার সাবেক বিজেপি সাংসদ পরেশ রাওয়াল করোনায় আক্রান্ত হন।
২৬ মার্চ রাতে এক টুইটে পদ্মশ্রী আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরেশ নিজেই এই কথা জানান। তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ৬৫ বছর বয়সী এই অভিনেতা আরও লিখেছেন, গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, আপনারা দ্রুত করোনা পরীক্ষা করান।’
এদিকে করোনা সংক্রমণের পর ভক্তদের মধ্যে সচেতনতা বাড়ানোর অনুরোধ করে আমির বলেন, ‘আমি আশা করব, আপনারা সাবধানে থাকবেন। প্রশাসন সবার সুরক্ষার জন্য যে নিয়ম অনুসরণ করতে বলছে, তা সবাই মেনে চলবেন। তাঁদের সহযোগিতা করুন, আমাদের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। প্রত্যাশা করছি, একসঙ্গে আমরা সবাই এই দুর্যোগের সময়কে জয় করতে পারব।’