default-image

কিয়েভ সিটি সেন্টারসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ‘লাভ ইন ইউক্রেন’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটিতে একজন ভারতীয় ছাত্রের গল্প দেখানো হয়েছে, যে একজন রুশ তরুণীর প্রেমে পড়ে। মেয়েটির বিয়ে ঠিক হয় এক মাফিয়া পরিবারে। প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে। বলিউডের এই সিনেমায় দেখা যাবে নতুন নায়ক বিপিন কৌশিককে। তিনি রুশ অভিনেত্রী লিজাবেটার বিপরীতে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইউক্রেনীয় অভিনেতা এনকেজি, মিখাইল স্ট্রিগা, লোলিতা ঝুরাভলোভা, রোমান ব্যাট্রিন, রুসলান সেফেরভ, ওলেস দিমিত্রেঙ্কো, ইরমা বালান, কনস্ট্যান্টিন শিরিয়ায়েভ, ভ্লাদিমির ডিডেনকো এবং সের্গেই প্যাচেনিচনিও।

default-image

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে ইউক্রেনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির চিহ্ন হিসেবে এই সিনেমা ইউক্রেনেও মুক্তি পাবে। আর সিনেমাটি দেখানোও হবে বিনা মূল্যে। সিনেমার পরিচালকের বক্তব্য, যুদ্ধের ফলে ইউক্রেনের অবস্থা এখন ভয়াবহ। তবে এই সিনেমায় ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বিধ্বস্ত ইউক্রেনে ভালোবাসা ফিরিয়ে আনবে এই সিনেমা। বিবেক ফিল্মস প্রোডাকশন হাউসের এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ মে।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন