শাহরুখের দোয়ার দৃশ্য ভাইরাল, বিতর্কিত করার চেষ্টাও করছেন কেউ কেউ

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে শাহরুখ খান ও তাঁর ব্যবস্থাপক পুজা

উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অনেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে চলচ্চিত্র ও সংগীত তারকাদের অনেককেই সেখানে ফুল নিয়ে হাজির হতে দেখা গেছে। সেখানে উপস্থিত শাহরুখের দোয়ার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একই সঙ্গে শাহরুখ সেখানে ‘থুতু ফেলেছেন’ বলে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

গতকাল রোববার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তাঁর বাড়ি প্রভুকুঞ্জে, তারপর তাঁর মরদেহ নেওয়া হয় মুম্বাইয়ের শিবাজি পার্কে। সেখানেই লতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। রাষ্ট্রীয় সম্মানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। সেখানে ব্যবস্থাপক পূজা দাদলানিকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। পাশাপাশি দাঁড়িয়ে পূজা করজোড়ে লতা মঙ্গেশকরের জন্য প্রার্থনা করেছেন, আর শাহরুখ মুসলমান রীতিতে করেছেন মোনাজাত। এরপর ফুঁ দিয়ে কামনা করা দোয়া ছড়িয়ে দিয়েছেন মরদেহের উদ্দেশে। এই দৃশ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। একদিকে ভারতের একাংশ বলছে, এটাই ভারতের সংস্কৃতি, যেখানে ভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ সহাবস্থান করে। অন্যদিকে কট্টরপন্থীরা শাহরুখের দোয়ার এই ভঙ্গিকে কটাক্ষ করে একে বিতর্কিত করেছেন।

অরুণ যাদব টুইটে লিখেছেন, ‘শাহরুখ কি থুতু ফেলল?’ বিজেপির উত্তর প্রদেশের সভাপতি উমরাও সেই একই কথা টুইটে লিখেছেন, ‘শাহরুখ থুতু ফেলেছে।’ সাবেক সিবিআই পরিচালক এম নাগেশ্বর রাও শাহরুখকে ট্যাগ করে লিখেছেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আপনার দ্রুত এর ব্যাখ্যা দেওয়া উচিত।’
এটাই প্রথম নয়। এর আগেও বহুবার শাহরুখকে ধর্মীয় উগ্রবাদীদের আক্রমণের শিকার হতে হয়েছে। আর ঠিক তাঁর নতুন ছবি ‘পাঠান’ মুক্তির আগে তাঁকে এ রকম এক বিতর্কের মুখে পড়তে হলো। পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়কে সমর্থন, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ছবির কারণে তাঁকে পাকিস্তানপ্রেমী আখ্যায়িত করা হয়।

আরও পড়ুন
ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

গত বছরের অক্টোবর মাসে শাহরুখের ছেলেকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেল খাটতে হয়েছিল। গতকাল লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে যাওয়া শাহরুখের বিরুদ্ধে বিষোদ্গার করা ও ঘৃণা ছড়ানোর প্রতিবাদে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত লিখেছেন, ‘আপনি কেবল একটা গোঁড়াই নন, বিদ্বেষ ছড়ানোর জন্য বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে বাজে কথা লিখেছেন।’ চন্দ্র কুমার বোস নামের আরেক বিজেপি নেতা শাহরুখ-পূজার শেষ শ্রদ্ধার ছবি পোস্ট করে অবশ্য লিখেছেন, ‘এটাই ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি। ধর্মীয় গোঁড়ামি দিয়ে একে বিতর্কিত করা যাবে না।’ বলিউড প্রযোজক প্রিয়া গুপ্ত ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘এটাকে বলে দোয়া।’

আরও পড়ুন