default-image

কারিনা কাপুর খান
কারিনা কাপুর খানের মন সুইজারল্যান্ড যেতে চায় বারবার। বছরে একবার সপরিবার সুইজারল্যান্ড যাওয়া চাই। সাইফের সঙ্গে বছরে একবার ছুটি কাটাতে সুইজারল্যান্ডের গস্টাডে যান তিনি। শোনা যায়, এখানে সাইফিনা দম্পতির এক হলিডে হোম আছে।
আলিয়া ভাট
নেট দুনিয়ায় হরহামেশাই আলিয়া ভাটের ছুটির নানান রঙিন মুহূর্তের ছবি দেখা যায়। বেড়াতে খুবই ভালোবাসেন তিনি। লন্ডন তাঁর প্রিয় ঠিকানা। অবসরে লন্ডন যেতে ভালোবাসেন আলিয়া।

default-image

শাহরুখ খান
আলিয়ার মতোই বলিউড সুপারস্টার শাহরুখ খান লন্ডনে ছুটি কাটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কিং খানের কথা, এই শহরে তিনি নিশ্চিন্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। তাই সময় পেলে শাহরুখ তাঁর প্রিয় গন্তব্য লন্ডনে যান। তবে তাঁর আরও দুটি প্রিয় ঠিকানা আছে। প্যারিস আর দুবাই।

default-image

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় বেড়ানোর জায়গা সবার চেয়ে আলাদা। তিনি তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে মায়ামির নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে একান্তে কাটাতে বেশি ভালোবাসেন। হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে এর ঝলক দেখা যায়।

default-image
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন