শাহরুখ, সালমান, হৃতিকদের ছাড়িয়ে এক নম্বরে প্রিয়াঙ্কা
বলিউড তারকাদের মধ্য সবার ওপরে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এই অভিনেত্রী ইনস্টাগ্রামের অনুসারীতে শাহরুখ, সালমান, হৃতিকদের ছাড়িয়ে গেছেন। ইনস্টাগ্রাম ব্যবহার করেন না—এমন তারকা বলিউড খুব একটা পাওয়া যাবে না। ইনস্টাগ্রামে কার কত ভক্ত, সেটা নিয়েও ভক্তমহলে চলে প্রতিযোগিতা। দেখে নেওয়া যাক বলিউড তারকাদের কার কত অনুসারী।