শিবানি-ফারহানের বিয়ে হয়ে গেল
প্রেমপর্ব শেষ। আজ শিবানি-ফারহানের বিয়ে হয়ে গেল। খান্ডালায় ফারহানের খামারবাড়িতে ঘরোয়া আয়োজনে এ বিয়েতে এসেছিলেন বর-কনের কাছের বন্ধু ও স্বজনেরা। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত। ঘরোয়া এই বিয়ের পরে ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুর বাড়িতে হবে তাঁদের আইনি বিয়ে।
গত শুক্রবার ছিল বিয়েপূর্ববর্তী ব্যাচেলর পার্টি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল আমির খান, হৃতিক রোশন, আলিয়া ভাট, রাকেশ ওমপ্রকাশ মেহেরা, রীতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তীদের। সেই পার্টির দূর থেকে লুকিয়ে করা একটি ভিডিওতে নাচতে দেখা গেছে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।
ফারহান ও শিবানির বিয়ের আসর ছিল একেবারে ছিমছাম। তাঁরা দুজনেই বিয়েতে কোনো জৌলুশ চাননি। অতিথির তালিকায় বলিউডের মানুষের নাম খুবই কম। জানা গেছে, খুব বেছে বেছে অতিথি বাছাই করে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করছেন শিবানির দুই বোন। তারকাদের অনেকে জানিয়েছেন, ফারহান ও শিবানি তাঁদের বিয়েতে মিডিয়ার ক্যামেরাকে দূরে রাখতে চান। তবে এর আগে যখন মিডিয়ার সঙ্গে যোগাযোগ হয় ফারহানের পরিবারের, তাঁর মা হানি ইরানি তখন হবু ছেলের বউয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘খুব মিষ্টি মেয়েটি।’ তবে বিয়ের কোনো খবর তিনি জানাতে চাননি। সেই প্রসঙ্গে বলেছেন, ‘বিয়ের বিস্তারিত জানে কেবল ওয়েডিং প্ল্যানাররা।’ গতকাল শুক্রবার বিকেলে শিবানীর বোন অনুষাকে দেখা যায় ফারহানের বাড়ির নিচে। ফারহানকেও আরেকটি গাড়িতে করে বের হতে দেখা গেছে। জানা গেছে, বিয়ের সংগীত আয়োজনে নাচ করার প্রস্তুতি নিয়েছেন তিনি।
এর আগে চুলসজ্জাশিল্পী অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের সংসার ছিল ফারহানের। ফারহান ও অধুনার রয়েছে দুই মেয়ে শাক্য ও আকিরা। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ফারহান ও অধুনা দুজনে মিলেই সন্তানদের দেখাশোনা করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানি দান্ডেকরের প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সাল থেকে একসঙ্গেই ছিলেন তাঁরা।
ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটকে নিয়ে ‘জি লে জারা’ নামের একটি ছবি শুরু করতে যাচ্ছেন ফারহান। মার্চের শেষে ছবির শুটিং শুরু হবে। এর আগে বিয়ের কাজটা সেরে ফেলছেন এই অভিনেতা।