শিল্পাকে জেরা করতে পারে পুলিশ

শিল্পা শেঠি
ছবি: ইনস্টাগ্রাম

পর্নো ছবি বানানোর অপরাধে গতকাল গভীর রাতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। আজ তাঁকে আদালতে ওঠানো হয়েছিল। ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ। তাঁর সঙ্গী রয়ান থারপও পুলিশি হেফাজতে থাকবে। এ বিষয়ে শিল্পা শেঠিকেও জেরা করতে পারে মুম্বাই পুলিশ।

শিল্পা শেঠি অধিকাংশ ব্যবসায়ে স্বামী রাজের অংশীদার

এই বলিউড অভিনেত্রী অধিকাংশ ব্যবসায়ে স্বামী রাজের অংশীদার। তাই জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাকে শিগগিরই সমন পাঠাতে পারে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ।

গত বছর শিল্পা আর রাজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা শচিন যোশি। শচিনের অভিযোগ, এক কিলো সোনা কেনার নাম করে তাঁকে ঠকিয়েছে এই দম্পতি। এই এক কিলো সোনা তিনি ‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ কোম্পানির মাধ্যমে কিনেছিলেন।

শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

শচিনের মতে, এই কোম্পানির প্রধান রাজ আর শিল্পা।’ কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের সহচর প্রয়াত ইকবাল মেমন ওরফে ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে রাজ জড়িত বলে অভিযোগ ছিল।

মুম্বাই পুলিশ এখন পর্যন্ত এই মামলায় রাজ কুন্দ্রাসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত নয়টা নাগাদ মুম্বাই পুলিশের অপরাধ শাখা রাজ কুন্দ্রাকে মুম্বাইয়ের ভায়খলার ক্রাইম ব্রাঞ্চ দপ্তরে ডেকে পাঠিয়েছিল। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১১টা নাগাদ রাজকে অপরাধ বিভাগের কর্মকর্তারা গ্রেপ্তার করেন।

আরও পড়ুন
শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দারকে
ছবি: ইনস্টাগ্রাম

জানা গেছে, রাজ কুন্দ্রার গ্রেপ্তারের খবরে রীতিমতো উদ্বিগ্ন শিল্পা। গ্রেপ্তারের কারণে শিল্পা নাকি ‘সুপার ডান্সার ফোর’–এর শুটিং বাতিল করেছেন। নাচের এই রিয়ালিটি অনুষ্ঠানের তিনি অন্যতম বিচারক। এদিকে শিল্পা দীর্ঘ ১৩ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন। প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘হাঙ্গামা টু’তে তাঁকে পরেশ রাওয়ালের সঙ্গে দেখা যাবে।