default-image

নিজের ব্যস্ত শিডিউল নিয়ে সবিতা বলেন, ‘দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্রের মধ্যে “সুইচিং” করা মোটেও সহজ কাজ নয়। আবার তার মধে৵ একটি দিনও ছুটি পাইনি। টানা কাজ করে গেছি। গত কয়েক মাস আমার ব্যস্ততার মধ্যে কেটেছে। ক্লান্ত হইনি; বরং আমি দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি। কাজের প্রতি আরও আগ্রহ বেড়েছে। সময়টা উপভোগ করেছি।’

default-image

সবিতা অতীতে অনেক কঠিন চ্যালেঞ্জ উতরে গেছেন। ‘মেড ইন হেভেন’ সিরিজে তাঁর অভিনয় উচ্চ–প্রশংসিত হয়েছে। চ্যালেঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ উত্তেজিত আর উৎসাহিত আমার আগামী প্রকল্পগুলোকে ঘিরে। আরও কঠিন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’ সবিতা আরও বলেন, ‘এসব প্রকল্প মুক্তির অপেক্ষায় আছি আমি। সত্যিই আমি আর যেন অপেক্ষা করতে পারছি না। আমি নিশ্চিত যে এই বছর আমার জন্য “বিশেষ” হতে চলেছে। এ নতুন বছর আমি উদ্‌যাপন করতে চাই।’

default-image

সবিতার ঝুলিতে বলিউড, দক্ষিণ, হলিউড সব ধরনের ছবি আছে। তাকে আগামী দিনে দেখা যাবে রনি স্ক্রুওয়ালার ‘সিতারা’, মণিরত্নমের তামিল ছবি ‘পন্নিইন সেলভান’, তেলেগু ছবি ‘মেজর’, আর দেব প্যাটেল অভিনীত এবং পরিচালিত হলিউড প্রকল্প ‘মাঙ্কি ম্যান’-এ।

default-image
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন