default-image

বাণী কাপুর
ট্যুরিজমের ওপর স্নাতক করেছেন বলিউড নায়িকা বাণী কাপুর। বেড়াতে খুবই ভালোবাসেন। তবে দেশের বাইরে নয়, দেশের মধ্যেই তাঁর প্রিয় ঠিকানা। বাণী একটু সুযোগ পেলে গোয়ার উদ্দেশে বেরিয়ে পড়েন।
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোনের প্রিয় বেড়ানোর ঠিকানা ফ্রেঞ্চ রিভিয়েরা। তবে কাজের চাপে এই নয়নাভিরাম স্থানে তাঁর খুব একটা যাওয়া হয় না।

default-image

সারা আলী খান
করোনাকালেও সারা আলী খানকে দেশ-বিদেশের নানান স্থানে ছুটি কাটাতে দেখা গেছে। মা, ভাই বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালোবাসেন এই তারকাকন্যা। সারার পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা একাধিক। কাজের অবসরে এই বলিউড অভিনেত্রী লন্ডন, দুবাই আর নিউইয়র্কে ছুটি কাটাতে পছন্দ করেন৷ আর দেশের মধ্যে তাঁর প্রিয় ঠিকানা হলো গোয়া।

default-image
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন