সামান্থা মাইনাস আক্কিনেনি
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের শেষে ‘আক্কিনেনি’ পদবি ব্যবহার করা শুরু করেছিলেন সামান্থা। আর এই পদবি তাঁর স্বামী নাগা চৈতন্যর। কিন্তু কিছুদিন আগে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে ‘আক্কিনেনি’ পদবি মুছে ফেলেছেন। তারপর থেকেই জোর রব, সামান্থা আর নাগা চৈতন্যর সম্পর্কে ফাটল ধরেছে। বেশ কিছুদিন ধরে এই জনপ্রিয় দম্পতি নাকি আলাদা থাকছেন।
তবে এ ব্যাপারে এত দিন দুই তারকাই মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাঁরা তাঁদের বিয়ের ভাঙন নিয়ে নানান গুঞ্জনের ব্যাপারে একটা শব্দও খরচ করেননি।
তবে এ ব্যাপারে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা। নিজের এক ছবি প্রচারণার সময় দক্ষিণি এই তারকা বলেছেন যে এসব ফালতু খবরের বিষয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। তিনি বলেছেন যে ‘গুঞ্জন’ একজন তারকার জীবনে ছোট একটা অংশমাত্র। আর তাই এই দক্ষিণি তারকা এ ধরনের কোনো খবরকে একদমই পাত্তা দেন না।
সামান্থা এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি এসব খবরকে ঘিরে কোনোরকম প্রতিক্রিয়া দিতে চাই না। আমি কোনোরকম বিতর্ক পছন্দ করি না। অন্য মানুষের যেমন নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে, আমারও তা–ই আছে।’ নাগা চৈতন্যও সংবাদমাধ্যমকে পুরোপুরি এড়িয়ে চলছেন।
২০১০ সালে তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাবে’তে একসঙ্গে কাজ করেন সামান্থা আর নাগা চৈতন্য। ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দুমতে এবং পরদিন খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন তাঁরা। সামান্থার শ্বশুর দক্ষিণের জনপ্রিয় তারকা নাগার্জুন।