default-image

‘আমার ভক্তদের ধন্যবাদ। সালমান স্যারকে (বলিউড তারকা সালমান খান) ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার সঞ্জয় শর্মা ও ডাক্তার চোপড়া। আপনারা যাঁরা আমার মায়ের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার মায়ের ক্যানসারের অপারেশন সফল হয়েছে।’
এভাবেই একটা ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান বলিউডের ‘আইটেম গার্ম’ খ্যাত রাখি সাওয়ান্ত। তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রাখি বিগ বসের ১৪তম আসরে অংশ নিয়েছিলেন। তখন প্রায়ই তিনি মায়ের জন্য কাঁদতেন। রাখি জানিয়েছিলেন, তাঁর মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। সে জন্য তিনি বিগ বসে এসেছেন।

default-image

কেন বিগ বস জিততে চান, সঞ্চালক সালমানের এ প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘আমি সব সময়ই এ শো জিততে চেয়েছি। কিন্তু আমার ক্যারিয়ারে তা কখনোই হয়নি। কিন্তু এবার আমি বিগ বস ১৪ জিতব। কেননা, এ শো জিতলে ৫০ লাখ রুপি প্রাইজমানি পাওয়া যাবে। আর আমার টাকার দরকার। তাই আমি যেকোনো মূল্যে এ শো জিততে চাই।’

বিজ্ঞাপন

রুবিনা দিলেক আর রাহুল বৈদ্যর সঙ্গে ফাইনালিস্টও হয়েছিলেন রাখি। কিন্তু ১৪ লাখ রুপির বিনিময়ে তিনি বিগ বস ছাড়েন। যাওয়ার সময়ও বলেছিলেন, তাঁর টাকার খুবই প্রয়োজন। এবার বলিউড তারকা সালমান খানের আর্থিক সহায়তায় রাখির মায়ের ক্যানসারের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। ভিডিওতে সেটিই দেখাচ্ছিলেন রাখি। তবে সালমান খান এ অপারেশনের জন্য কত টাকা দিয়েছেন, তা জানা যায়নি।

default-image

বলিউডে প্রচলিত, সালমান খানের হৃদয় সাগরসম। ইন্ডাস্ট্রির যে কারও বিপদে পাশে দাঁড়ানোর ব্যাপারে নামডাক আছে তাঁর। ২০২০ সালে নাচের কোরিওগ্রাফার রেমো ডি সুজা হার্ট অ্যাটাক করলে পুরোটা সময় পাশে ছিলেন সালমান। আর্থিক সহায়তার পাশাপাশি মানসিকভাবেও শক্তি জুগিয়েছিলেন। তখন রেমোর স্ত্রী লিজেল ইনস্টাগ্রাম আর টুইটারে লিখেছিল, ‘আমার হৃদয়ের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালমান খান কেবল সুপারস্টার নন, তিনি সৃষ্টিকর্তার পাঠানো দূত। যে বিপদে মানুষের পাশে দাঁড়ায়।’

default-image
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন