default-image

সোনম এখন ব্যস্ত নিজেকে সুস্থ রাখতে। তাঁর সব ব্যস্ততা এখন নিজেকে এবং অনাগত সন্তান নিয়ে। তাই অন্তঃসত্ত্বাকালীন এ অবস্থায় ‘হেলদি রুট’ মেনে চলার চেষ্টা করছেন এই বলিউড নায়িকা। সোনম জীবনের এই অধ্যায় প্রসঙ্গে বলেছেন, ‘আপনি নিজের মধ্যে যখন আরেকটা জীবনকে বহন করতে চান, তখন সবার আগে নিজেকে সম্মান করতে হবে।’ সোনম জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়া তাঁর জন্য মোটেও সহজ কাজ ছিল না। আর শুরুর তিন মাস তাঁর জন্য বেশ কঠিন ছিল। আর তিনি এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন।

সোনম এ প্রসঙ্গে লিখেছেন, ‘সত্যি এই তিন মাস কঠিন এক সময় ছিল। এটা আপনাকে কেউ বলে দেবে না যে সময়টা কত কঠিন। সবাই আপনাকে এ সম্পর্কে ভালো ভালো কথা বলবে। সবাই বলবে এই ভ্রমণ কতটা সুন্দর আর আনন্দদায়ক। কেউ বলে না যে আগামী দিনে কতটা কঠিন সময় আসতে চলেছে।’

default-image

‘ঠোঁটকাটা’ বলে বিটাউনে সোনমের বেশ দুর্নাম আছে। পুরুষ এবং নারী অভিনেতার বেতনবৈষম্যসহ নানা বিষয় নিয়ে তিনি নানা সময় আওয়াজ তুলেছেন। এবার ভারতীয় সিনেমায় নায়িকাদের ভূমিকা নিয়ে চাঁছাছোলা কথা বলেছেন সোনম।

তিনি বলেছেন, ‘সিনেমায় আমাদের মেয়েদের সব সময় পুরুষদের পুতুলসঙ্গী হিসেবে দেখানো হয়, আর এটা খুবই বিরক্তিকর আর হতাশাজনক। আমি যখন একটা সুন্দর পোশাক পরে ছবি পোস্ট করি, তার চেয়ে আমি বেশি লাইক পাই যখন আমি আমার কোনো আবেদনভরা ছবি পোস্ট করি।’

default-image

সোনম এখন চার মাসের অন্তঃসত্ত্বা। ২০১৮ সালে দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে ধুমধাম করে বিয়ে করেছিলেন তিনি।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন