default-image

জুটি হিসেবে শহীদ কাপুর আর মীরা রাজপুত বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট আর মন্তব্যে তাঁদের দুষ্টু–মিষ্টি লড়াই বেশ উপভোগ করেন ভক্তরা। হু হু করে বাড়ছে মীরা রাজপুতের অনুসারী। সম্প্রতি দুই সন্তানের মা মীরা ইনস্টাগ্রামের এক পোস্টে শহীদ কাপুর সম্পর্কে ভক্তদের নানা মজার প্রশ্নের উত্তর দিয়েছেন। এগুলোর বেশ কিছু তিনি নিজেই ইনস্টাগ্রামের মাই ডেতে শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামের মন্তব্যঘরে একজন প্রশ্ন করেছে, ‘আচ্ছা, স্বামী না প্রেমিক—কোন শহীদ কাপুর বেশি ভালো?’ কে না জানে, শহীদ আর মীরার বিয়ে হয়েছে পারিবারিকভাবে। বিয়ের আগে তাঁদের পরিচয়ও ছিল না, প্রেম তো দূরের কথা। তবে মীরা উত্তর দিয়েছেন বুদ্ধি করে। তিনি লিখেছেন, ‘আপনাদের হিরো শহীদ কাপুর একের ভেতর দুই। আমি যখন তাঁকে বিয়ে করেছি, তখন থেকে আমার জন্য দুটো অফারই সমানতালে চলছে।’

বিজ্ঞাপন
default-image

শহীদ কাপুর নাকি স্বামী আর প্রেমিক—দুই বিচারেই দশে দশ। আরেকজন প্রশ্ন করেছেন, ‘শহীদ নাকি আপনি, উপহার হিসেবে কে সেরা?’ উত্তরে মীরা বলেছেন, ‘আপনি যদি কিনতে চান, তাহলে আমিই। কেননা শহীদের অনেক বেশি দাম পড়বে।’ তৃতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘শহীদ, নাকি এবি ডি ভিলিয়ার্স, তারকা হিসেবে আপনি কার বড় ফ্যান?’ উত্তরে মীরা লিখেছেন, ‘এর চেয়ে সহজ প্রশ্ন আর হয়ই না। অবশ্যই এবি ডি ভিলিয়ার্স। সব সময় এবি ডি ভিলিয়ার্স।’

default-image

২০১৫ সালের ৭ জুলাই নিজের চেয়ে ১৩ বছরের ছোট, ইংরেজি সাহিত্যের ছাত্রী, মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শহীদ কাপুর। এর আগে প্রেম করেছিলেন কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে। ‘হাই প্রোফাইল’ প্রেম করার ব্যাপারে নামডাক আছে শহীদের। তাই মীরাও তাঁকে এ নিয়ে খোঁচা দিতে ভোলেন না। অন্যদিকে বলিউড তারকা শহীদ কাপুরকে মীরা যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স মাত্র ২১। ২২ বছর বয়সে তিনি প্রথম সন্তান মিশার জন্ম দেন। জৈন নামে আড়াই বছর বয়সী তাঁদের আরেক সন্তান আছে। এই দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছে এই দম্পতির জীবন।

বিজ্ঞাপন
বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন