default-image

ইতিমধ্যে অর্পিতা আর আয়ুশ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এই বলিউড দম্পতি খার এলাকায় তাঁদের নতুন বাসায় ঈদ উপলক্ষে ঝলমলে পার্টির আয়োজন করেছেন। খারের অভিজাত আবাসন ফ্লাইং কার্পেটে তাঁরা এ বছরের শুরুতে ফ্ল্যাটটি কিনেছেন। জানা গেছে, আয়ুশ আর অর্পিতা এই পার্টিতে বিশেষ আয়োজন রাখতে চলেছেন। ঈদ উপলক্ষে নানান লোভনীয় পদের আয়োজন তাঁরা রেখেছেন।

default-image

আয়ুশকে সালমানের আগামী ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে দেখা যাবে। এই ছবিতে সালমান, আয়ুশ ছাড়া জাহির ইকবাল, পূজা হেগড়ে আছেন। জানা গেছে, এই তিন নায়ককে ছবিতে তিন ভাইয়ের ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি জানা গেছে শেহনাজ গিল এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। শেহনাজ ভাইজানের ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। আর তাঁকে বেশ ভালো পারিশ্রমিক দিচ্ছেন সালমান।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন