হতে চেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্টস, হয়েছেন নায়িকা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা। কলিউড তথা তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে একনামে তাঁকে সবাই চেনে। পুরো ভারতেই যখন নায়ককেন্দ্রিক ছবির চল, তখন নয়নতারার মতো অভিনেত্রীরা এগিয়ে এসেছেন। নায়ক নয়, নায়িকাকেন্দ্রিক ছবি উপহার দিয়েছেন বক্স অফিসে। হয়ে গেছেন ‘লেডি সুপারস্টার’। আজ এই অভিনেত্রীর জন্মদিন।