১ / ১০
১৯৮৪ সালের এই দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম এই নায়িকার। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল ডিয়ানা মরিয়ম কুরিয়ান।
ইনস্টাগ্রাম
২ / ১০
মালয়ালম ছবি ‘মানাশিনাক্কারে’ দিয়ে জয়রামের সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয়। একে একে করেন তামিল ও তেলেগু ছবি।
ইনস্টাগ্রাম
৩ / ১০
নয়নতারা হতে চেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্টস। পড়ালেখা করেছেন ইংরেজি সাহিত্যে। ক্যারিয়ার গড়েছেন অভিনয়ে।
ইনস্টাগ্রাম
৪ / ১০
এই মুহূর্তে নয়নতারার নয়নের তারা প্রেমিক ভিগনেশ শিব। তিনি তামিল ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণ করেন। সিনেমার সেটেই তাঁদের প্রেম হয়।
ইনস্টাগ্রাম
৫ / ১০
নয়নতারা সিরিয়ান ক্রিস্টান হিসেবে বেড়ে ওঠেন। পরে ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্মে দীক্ষিত হন।
ইনস্টাগ্রাম
৬ / ১০
ক্রাইম থ্রিলার ‘নেত্রিকান’–এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন। কোরিয়ান ছবি ‘ব্লাইন্ড’–এর রিমেক এটি।
ইনস্টাগ্রাম
৭ / ১০
কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্কের কথা শোনা যায়। যদিও এ বিষয়ে তাঁরা কখনো মুখ খোলেননি।
ইনস্টাগ্রাম
৮ / ১০
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে নাচের কথা ছিল নয়নতারার। কিন্তু নাচের কোরিওগ্রাফার প্রভু দেবা থাকার কারণে রাজি হননি নয়নতারা।
ইনস্টাগ্রাম
৯ / ১০
বলিউডে অভিষেক হতে যাচ্ছে নয়নতারার। বিপরীতে বলিউড কিং খান শাহরুখ খান।
ইনস্টাগ্রাম
১০ / ১০
৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ইনস্টাগ্রাম