হৃতিকের কথিত প্রেমিকা অসুস্থ, খাবার পাঠাল রোশন পরিবার
বলিউডের পথে–ঘাটে এখন রীতিমতো আলোচনায় হৃতিক রোশন আর তাঁর কথিত প্রেমিকা সাবা আজাদ। এক ডিনার আয়োজন থেকে তাঁরা চর্চায় উঠে এসেছেন। রেস্তোরাঁর বাইরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। আর তারপর থেকে গুঞ্জন শুরু। নেট দুনিয়ায় তাঁদের নিয়ে কিছু না কিছু খবর হরহামেশাই ভেসে বেড়াচ্ছে। এখন মনে হচ্ছে এই গুজব ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। সম্প্রতি সাবার এক পোস্টে আরও স্পষ্ট যে রোশন পরিবার খোলামনে তাঁকে স্বাগত জানিয়েছে।
সাবা আজাদ তাঁর ইনস্টা স্টোরিতে এক ছবি শেয়ার করেছেন। এ ছবিতে পিৎজা, পাস্তাসহ আরও কিছু পদ দেখা যাচ্ছে। হৃতিকের কথিত প্রেমিকা এই পোস্টে লিখেছেন, ‘আপনি যখন ঘরে অসুস্থ অবস্থায় আছেন, আর সবচেয়ে ভালো মানুষেরা যখন আপনার জন্য খাবার পাঠায়।’ সাবা আজাদ এ পোস্ট কাঞ্চন রোশন, আর পশমিনা রোশনকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন। সাবার এ পোস্টে রোশন পরিবারের প্রতি তাঁর ভালোবাসা আর কৃতজ্ঞতা উপচে পড়েছে।
কিছুদিন আগে হৃতিকের হাজার হাজার নারী ভক্তের হৃদয় ভেঙে গিয়েছিল, যখন তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবাকে নিয়ে এক পোস্ট করেছিলেন। তিনি তাঁর কথিত প্রেমিকার আগামী অনুষ্ঠান নিয়ে এক পোস্ট করেছিলেন। এ পোস্টে নাসিরুদ্দিন শাহর বড় ছেলে ইমাদের সঙ্গে সাবাকে দেখা গেছে। সাবাকে রোশন পরিবার যে স্বাগত জানিয়েছে, তার ছবি আগেও দেখা গেছে। রোশন পরিবারের সঙ্গে তাকে মধ্যাহ্নভোজনে দেখা গেছে। এই পারিবারিক অনুষ্ঠানের ছবি হৃতিকের চাচা রাজেশ রোশন শেয়ার করেছিলেন। ছবিতে হৃতিক, সাবা ছাড়া মা পিঙ্কি রোশন, আর দুই ছেলেকেও দেখা গেছে।
এক জনপ্রিয় ওয়েবসাইটের খবর অনুযায়ী, হৃতিক সাবার সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। আর এ সম্পর্ককে তিনি আগে নিয়ে যেতে চান। এমনকি হৃতিক বিয়ে করার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। তবে এখনই কিছু হচ্ছে না। বিয়ের ব্যাপারে হৃতিক ধীরে–সুস্থে এগোতে চান। তবে সাবার সঙ্গে বিয়ের ‘মুড’–এ আছেন এই বলিউড সুপারস্টার।
সাবাকে সম্প্রতি দেখা গেছে ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজে। এদিকে হৃতিককে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ওয়ার’ ছবিতে। তার আগামী ছবি ‘ফাইটার’-এর অপেক্ষায় তাঁর অগুনতি ভক্ত। এ ছবিতে তাঁকে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এ ছাড়া ‘বিক্রম বেধা’-তে আছেন হৃতিক।